স্পেনের রাজধানী মাদ্রিদে উন্মুক্ত রেস্তোরাঁগুলোর সামনে থেকে একের পর এক চেয়ার চুরি হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্যি। রেস্তোরাঁমালিকেরা বুঝতে পারছেন না, ঠিক কী হচ্ছে। পুলিশকে বিষয়টি জানিয়েছেনও তাঁরা।

কারণ খুঁজতে মাঠে নামে পুলিশ। ধরা পড়েছেন কয়েকজন। গত বুধবার স্পেনের ন্যাশনাল পুলিশ চোর সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে।

পুলিশের সন্দেহ এই সাত চোর মাত্র দুই মাসে মাদ্রিদ ও কাছের আরেকটি শহর থেকে ১ হাজার ১০০ এর বেশি চেয়ার চুরি করেছেন। চেয়ারগুলো তাঁরা উন্মুক্ত রেস্তোরাঁ বা বারের সামনে থেকে চুরি করে নিয়ে গেছেন।

পুলিশ চোর সন্দেহে যে দলটিকে আটক করেছে, সেখানে ছয়জন পুরুষ ও একজন নারী সদস্য রয়েছে। তাঁরা গভীর রাতে সন্তর্পণে একের পর এক চেয়ার নিয়ে কেটে পড়তেন বলে জানা গেছে।

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে চোরেরা মাদ্রিদের অন্তত ১৮টি রেস্তোরাঁ ও বারের সামনে থেকে চেয়ার চুরি করেছেন। এ ছাড়া রাজধানীর দক্ষিণ–পশ্চিমের ছোট্ট শহর তালা‌ভেরা দে লা রেইনাতেও একই কাজ করেছেন তাঁরা।

চোরের দলটি যত চেয়ার চুরি করেছে, তার বাজারমূল্য নেহাত কম নয়। পুলিশ বলেছে, প্রায় ৬০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকার বেশি (১ ইউরো সমান ১৪২ টাকা ধরে)। গ্রেপ্তার ব্যক্তিরা একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ। এই চোরেরা চেয়ারগুলো শুধু দেশেই বিক্রি করেননি, মরক্কো ও রোমানিয়ায়ও পাঠিয়েছেন।

ইউরোপের অনেক দেশের মতো স্পেনেও উন্মুক্ত রেস্তোরাঁ ও বারের মালিকেরা সড়কে খোলা জায়গায় অতিথিদের জন্য চেয়ার–টেবিল পাতেন। রাতে সেগুলো বাইরেই পড়ে থাকে। চেয়ার-টেবিলগুলো সাধারণত ধাতব বা শক্ত প্লাস্টিকের তৈরি হয়। তবে চুরির কারণে অনেকে এখন চেয়ার-টেবিল শিকল দিয়ে বেঁধে রাখছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি মঞ্চ ২৪- এর

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪- এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এ আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, এদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং নির্বাচন যেন কোনোভাবেই না হয়, সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে।”

ফাহিম ফারুকী বলেন, “আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরব। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না। আমরা বিচার চাই।”

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, “তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবার সেখানে উপস্থিত আছেন। তার পরিবার চাচ্ছেন যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়।”

ঢাকা/রায়হান/এস

সম্পর্কিত নিবন্ধ