বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি। তাঁর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিসিবিকে। ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন কেলি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিবিকে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।

পরে প্রথম আলোকে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাথান কেলিও, ‘অস্ট্রেলিয়ায় আমার নবজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে আমি বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছেড়ে দিয়েছি। যেহেতু ওদের পাশে অন্য কেউ নেই, তাই আমি বাড়িতে থাকাকেই প্রাধান্য দিয়েছি।’

গত এশিয়া কাপ চলাকালে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন কেলি। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর দলের সঙ্গে যোগ দেননি তিনি।

পরিবারকে আরও বেশি সময় দিতে চান নাথান কেলি (বাঁয়ে).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল চ্যালেঞ্জে পড়লেই বরং খুশি লিটন

দুই দল পাড়ি দিচ্ছে ভিন্ন পথ। এক দল আছে জয়ের ধারায়, আরেক দল বন্দী পরাজয়ের বৃত্তে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও কাল দিনজুড়েই থাকল সেই আবহ।

আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের আগে দুই অধিনায়কের মুখেও সেই সুর। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ অতীত ভুলতে চাইলেন, বাংলাদেশের লিটন দাস চাইলেন আগের সিরিজগুলোর চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে।

একসময় টি–টোয়েন্টিতে  প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন এই সংস্করণে একরকম নিজেদের হারিয়ে খুঁজছে। হেরেছে সর্বশেষ ৭টি টি–টোয়েন্টি সিরিজেই (মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতেছে। সেটি তিন ম্যাচের সিরিজ হলেও প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে)। যার মধ্যে আছে গত বছর নিজেদের দেশে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়াও। কিন্তু দলটির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে সর্বশেষ সিরিজটিই—শারজায় তারা হেরেছে নেপালের কাছেও।

উল্টো পথে থাকা বাংলাদেশ টি–টোয়েন্টিতে ছন্দের খোঁজে ছিল লম্বা সময়। তবে এ বছরের জুলাই থেকে এই সংস্করণে বদলে যাওয়ার বার্তা দিচ্ছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নামবে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।  

অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। কাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে

সম্পর্কিত নিবন্ধ