পিঠের চোটে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে কামিন্স এ সপ্তাহে বোলিং অনুশীলনে ফিরবেন। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এর আগে ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে প্রথম টেস্ট। পার্থ টেস্টে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলে আসার পর থেকেই অস্বস্তিবোধ করছিলেন কামিন্স। সেপ্টেম্বরে তাঁর পিঠে নিচের অংশে ‘লাম্বার স্ট্রেস’ (অতিরিক্ত চাপ ও টান পড়ায় স্নায়ুতে চাপ ও প্রদাহ তৈরি হয়, টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে) চোট ধরা পড়ে। চলতি মাসের শুরুতে জানা যায়, এই চোটের কারণে কামিন্স আর বোলিংয়ে ফিরতে পারেননি। এরপর অ্যাশেজের প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতি প্রায় অনুমেয়ই ছিল।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে সময় নেই। প্রায় এক সপ্তাহ আগে আমরা ইঙ্গিত দিয়েছিলাম, ওর পুরোপুরি সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে। দুর্ভাগ্যজনকভাবে সময় ফুরিয়ে গেছে। তবু আমরা আশাবাদী। আশা করছি দ্বিতীয় টেস্ট থেকে ওকে পাওয়া যাবে।’

ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই পরের প্রশ্নটি আসে, সময়সীমা কী? দ্বিতীয় টেস্টের আগে কী অবস্থা দাঁড়াবে? উত্তর এখনই দেওয়া যাচ্ছে না। এটুকু বলতে পারি, এ সপ্তাহেই সে বোলিং শুরু করবে, যেটা বড় অগ্রগতি।’

আরও পড়ুনতিন দিন ধরে হাসপাতালে আইয়ার, আছেন নিবিড় পর্যবেক্ষণে৪ ঘণ্টা আগে

বোলিং অনুশীলনে ফিরে কামিন্স এখন কেমন করেন, তার ওপর ব্রিসবেন টেস্টে তাঁর ফেরা নির্ভর করছে। নইলে অ্যাশেজে আরও পরে ফিরতে হতে পারে। ম্যাকডোনাল্ড বলেন, ‘দেখা যাক সে কেমন সাড়া দেয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে.

..এই চোটের ধরনটাই এমন, নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।’

ক্যারিয়ারের শুরুর দিকে পিঠের চোটে ভুগেছেন কামিন্স। যে কারণে তাঁর প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলার মাঝে বিরতি ছিল সাড়ে পাঁচ বছর। এর পর থেকে বেশ ভালো ফিটনেস রেকর্ড ধরে রেখেছিলেন ৩২ বছর বয়সী এই পেসার।

২০২১ সাল থেকে কামিন্সের অনুপস্থিতিতে ছয় ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন স্মিথ, এর মধ্যে পাঁচটিতেই অস্ট্রেলিয়া জিতেছে। তার মধ্যে একটি ম্যাচ ছিল ২০২১–২২ অ্যাশেজ সিরিজে—অ্যাডিলেডে কোভিডের সংস্পর্শে আসায় কামিন্স খেলতে পারেননি।

পার্থে কামিন্সের অনুপস্থিতির অর্থ হলো, ওয়েস্ট সফরে দলের সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করা পেসার স্কট বোল্যান্ড জায়গা ধরে রাখতে পারেন। আগামী সপ্তাহে অ্যাশেজে প্রথম টেস্টের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। খেলতে না পারলেও দলের সঙ্গেই থাকবেন কামিন্স। আগামী বছরের ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট।

আরও পড়ুনচট্টগ্রামের ব্যাটিং উইকেটে পাস করবেন তো বোলাররা৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম ট স ট

এছাড়াও পড়ুন:

বল হাতে অ্যালানার ইতিহাস, দ. আফ্রিকাকে উড়িয়ে শীর্ষেই রইল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং গড়লেন নারী বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলিং রেকর্ড। ইন্দোরে আজ শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি মাত্র ১৮ রানে নেন ৭ উইকেট। যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো সাত উইকেটের কীর্তি। তার ঘূর্ণি তোপে ২৪ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬.৫ ওভারেই ৩ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

এই কীর্তির মধ্য দিয়ে কিং ভেঙে দেন নিউ জিল্যান্ডের জ্যাকুলিন লর্ডের ১৯৮২ সালে ভারতের বিপক্ষে করা ৬ উইকেটের পুরনো রেকর্ডটি। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে কিং বলেন, “উইকেট থেকে কিছুটা টার্ন আশা করেছিলাম। কিন্তু যতটা আদায় করতে পেরেছি, তাতে আমি খুশি। সবসময় উইকেট না পেলেও আমি জানি, দলে ভিন্ন ভূমিকা রাখতে পারি। শেষ কয়েক ম্যাচে শুধু প্রান্ত ধরে রাখার কাজ করেছি, আজ অস্ট্রেলিয়ার জন্য কাজটা সম্পন্ন করতে পেরে দারুণ লাগছে।”

আরো পড়ুন:

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

রোহিতের সেঞ্চুরি আর কোহলির ব্যাটে ভারতের দাপুটে জয়

এটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন দলীয় স্কোর। তাদের হয়ে অধিনায়ক লরা উলভ্যার্ট করেন সর্বোচ্চ ৩১ রান।

জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসের মেরুদণ্ড ছিলেন বেথ মুনি (৪২) ও জর্জিয়া ভল (৩৮ অপরাজিত)। তাদের ব্যাটে সহজ জয় তুলে নেয় সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যাদের ঝুলিতে এখন রয়েছে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

এই জয়ে অস্ট্রেলিয়া লিগ পর্ব শেষ করল ছয় জয় ও এক ‘নো রেজাল্ট’ নিয়ে শীর্ষে থেকে। তারা সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের, নাবি মুম্বাইয়ে আগামী বৃহস্পতিবার।

দক্ষিণ আফ্রিকা আপাতত দ্বিতীয় স্থানে আছে পাঁচ জয় নিয়ে। তবে ইংল্যান্ড যদি রোববার বিশাখাপত্তনমে নিউ জিল্যান্ডকে হারাতে পারে, তবে প্রোটিয়ারা নেমে যেতে পারে তৃতীয় স্থানে। সেদিনই বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা।

ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ওপেনার তাজমিন ব্রিটস ও অধিনায়ক উলভ্যার্ট যোগ করেন ৩২ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস।

মেগান শুট ফেরান উলভ্যার্টকে, আর কিম গার্থ বোল্ড করেন ব্রিটসকে (৬)। এরপর নামেন অ্যালানা কিং এবং শুরু হয় প্রোটিয়াদের পতন। ৪২-২ থেকে ৬ ওভারে দল নেমে যায় ৬০-৬-এ! কিং সেই সময়টায় নেন টানা চার উইকেট, তাও বিনা রানে!

১২তম ওভারে তিনি এক ওভারেই ফেরান সুনে লুয়েস (৬) ও মারিজান ক্যাপকে (০)। এরপর ১৬তম ওভারে আরও দুটি পরপর বলে। আনরি ডের্কসেনকে বোল্ড আর ক্লোয়ি ট্রায়নকে শূন্যতে ক্যাচ করান। হ্যাটট্রিক হাতছাড়া হলেও ১৮তম ওভারে ফেরান সিনালো জাফতাকে (১৭ বলে ২৯)। ২০তম ওভারে মসাবাতা ক্লাসকে বোল্ড করে তিনি হয়ে যান প্রথম অস্ট্রেলীয় নারী ক্রিকেটার, যিনি বিশ্বকাপে ছয় উইকেট নিয়েছেন। শেষ উইকেট হিসেবে নাদিন ডি ক্লার্ককে (১৪) ফেরান তিনি। আর তাতেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। আর এ স্পেলের মাধ্যমে কিং ভেঙে দেন সতীর্থ এলিস পেরির ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৭-২২ রেকর্ডও।

মাত্র ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিচফিল্ড (৫) ও পেরি (০) দ্রুত ফিরলেও ভল ও মুনি ৬৫ বলে ৭৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ভূমিতে।

এই জয় অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার টানা নবম পরাজয়। এখনো পর্যন্ত প্রোটিয়ারা একবারও হারাতে পারেনি বিশ্বকাপের সাতবারের চ্যাম্পিয়নদের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • জবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে
  • উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল আবার চালু
  • বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বড় জয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, বিদায়ী ম্যাচে হারে শেষ সোফির
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি
  • ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে ‘মিলেমিশে’ জিতল নিউজিল্যান্ড
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
  • বল হাতে অ্যালানার ইতিহাস, দ. আফ্রিকাকে উড়িয়ে শীর্ষেই রইল অস্ট্রেলিয়া