Prothomalo:
2025-10-27@17:38:54 GMT

লেডি ল্যাজারাস

Published: 27th, October 2025 GMT

ভূমিকা

‘লেডি ল্যাজারাস’ সিলভিয়া প্লাথের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর অন্যতম। কবিতাটি ১৯৬২ সালের ২৩ থেকে ২৯ অক্টোবরে লেখা হয়। কবিতায় উল্লেখিত মেয়েটির সঙ্গে কবির যেন অনেক মিল আছে। কবিতার শিরোনাম এসেছে নিউ টেস্টামেন্টের চরিত্র ‘ল্যাজারাস’ থেকে। ল্যাজারাস মারা যায়, তারপর যিশু তাকে আবার জীবনে ফিরিয়ে আনেন। কবিতায় যে মেয়ের কথা বলা হচ্ছে, সে বারবার আত্মহত্যার চেষ্টা করছে। প্রতি দশ বছরে একবার এই চেষ্টা। কিন্তু বারবারই সে ফিরে আসছে।

মেয়েটির মানসিক কষ্ট ‘কনসেনট্রেশন ক্যাম্পের’ কষ্টের মতোই ভয়ংকর। এ রকম কথা প্রচলিত আছে যে নাৎসিরা ‘হলোকাস্ট ভিক্টিম’দের শরীরের অংশ দিয়ে দৈনন্দিন ব্যবহারের জিনিস বানাত। সেই ভয়াবহতা যেন মেয়েটির জীবনেও। একই রকম কষ্ট হচ্ছে ওরও। ওর শরীরের চামড়া দিয়েও বুঝি নাৎসি বাতির ঢাকনা বানানো হচ্ছে, পা থেকে কাগজ চাপা দেওয়ার পাথর.

..

সাধারণ মানুষ ঠিক বুঝতে পারে না মেয়েটির অবর্ণনীয় কষ্টের কথা। মেয়েটি মৃত্যু থেকে ফিরে এলে তারা বাদাম চিবুতে চিবুতে যেন সার্কাস দেখতে আসে। ওরা প্রত্যেকেই চায় মেয়েটির একটু কাপড়ের টুকরা, চুল, রক্ত।

জার্মান চিকিৎসককে সম্বোধন করে তাকে ‘শত্রু’ বলে চিহ্নিত করছে লেডি ল্যাজারাস। আবারও নাৎসিদের উদাহরণ উঠে এসেছে। জার্মান চিকিৎসকেরা অনেক নৃশংস পরীক্ষা করেছে ইহুদিদের নিয়ে। অন্য অর্থেও চিকিৎসকেরা তার শত্রু। বারবার আত্মহত্যার চেষ্টার পর ফিরিয়ে এনেছে তাকে মৃত্যু থেকে।

নাৎসিরা গ্যাস চেম্বারে, ক্রিমেটোরিয়ামে জীবন্ত মেরে ফেলেছে ইহুদিদের। লেডি ল্যাজারাসের মনে হচ্ছে, তাকেও বুঝি ইহুদিদের সঙ্গে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে।

কবিতার শিরোনাম এসেছে নিউ টেস্টামেন্টের চরিত্র ‘ল্যাজারাস’ থেকে। ল্যাজারাস মারা যায়, তারপর যিশু তাকে আবার জীবনে ফিরিয়ে আনেন। কবিতায় যে মেয়ের কথা বলা হচ্ছে, সে বারবার আত্মহত্যার চেষ্টা করছে। প্রতি দশ বছরে একবার এই চেষ্টা। কিন্তু বারবারই সে ফিরে আসছে।

আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার পর শুধু পড়ে আছে ছাই। কোনো মাংস বা হাড় আর নেই। পড়ে আছে বিয়ের আংটি, দাঁতের সোনার ফিলিং। নাৎসিরা মানুষদের শরীরের যা অবশিষ্ট পড়ে থাকত, যে ছাই; তা দিয়ে সাবান বানাত। লেডি ল্যাজারাসের শরীর থেকেও বুঝি তেমন সাবান বানানো হবে।

কবিতার শেষ অংশে এসে ধীরে ধীরে লেডি ল্যাজারাসের স্বর পালটে যেতে থাকে। কবিতার শুরুতে অনুভূতিহীন মানুষেরা মজা দেখার জন্য তাকে দেখতে আসত। অসহায় ছিল লেডি ল্যাজারাস। কিন্তু শেষে এসে দেখা যায় যেন মৃত্যুর ভেতর থেকে লেডি ল্যাজারাসের পুনরুত্থান হচ্ছে। তবে লাজ্যারাসের মত, যিশুর দ্বারা নয়, লেডি ল্যাজারাস নিজের শক্তিতেই আগুনের ভেতর থেকে জীবন্ত হয়ে উঠছে।

লেডি ল্যাজারাস • সিলভিয়া প্লাথসিলভিয়া প্লাথ (২৭ অক্টোবর ১৯৩২—১১ ফেব্রুয়ারি ১৯৬৩)। স্কেচ: মাসুক হেলাল

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব রব র

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর ই ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেওয়া হবে ২০২৬ সালের ৯ জানুয়ারি এবং বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে আমরা এটা ঘোষণা করেছি। ২৯ অক্টোবর একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

২০ বছর পর জকসুর সংবিধি পাস

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সংবিধিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটা আমরা হাতে না পাওয়া পর্যন্ত তেমন কিছু বলতে চাই না। এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হলে, আমরা কাঙ্ক্ষিত সময়ে জকসু নির্বাচন আয়োজন করতে সক্ষম হব।’

শিক্ষা মন্ত্রণালয় ১৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালার সংশোধনী চূড়ান্ত করে। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রশাসন জকসুর একটি রূপরেখা প্রকাশ করে জানায়, আইন পাস হওয়ার পর তা বাস্তবায়ন করা হবে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ