আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, স্লো ওভার রেটের জরিমানা থেকে ভারতকে বাঁচাতে একসময় তাঁকে ‘সহানুভূতিশীল’ হতে বলা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ব্রড সে ঘটনা তুলে ধরেছেন। যদিও ম্যাচটি কবে হয়েছে, তা তিনি জানাননি। তবে এক ম্যাচে ভারত ওভার রেটে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ওভার পিছিয়ে ছিল। সাক্ষাৎকারে ব্রড সে ঘটনা নিয়ে বলেন, ‘ম্যাচ শেষে ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল, তাই তাদের জরিমানা হওয়ার কথা ছিল। আমাকে ফোন করে বলা হয়, “সহানুভূতিশীল হন, কিছু সময় বের করুন, কারণ এটা ভারত।” আমি ভাবলাম, ঠিক আছে। তারপর আমরা কোনোভাবে কিছু অতিরিক্ত সময় বের করলাম, যেন ওভার রেট জরিমানার সীমার নিচে নিয়ে আসা যায়।’

ব্রড আরও বলেন, ‘পরের ম্যাচেও একই ঘটনা ঘটে। সৌরভ গাঙ্গুলী তখন দ্রুত (ওভার শেষ করার) নির্দেশ শুনছিল না। আমি ফোন করে জিজ্ঞাসা করি, এখন কী করব? তখন আমাকে বলা হয়, “শুধু তাকে (জরিমানা) করো।”’

পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনা করছেন ক্রিস ব্রড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন?

লিওনেল মেসি আসবেন। লিওনেল মেসি আসছেন। লিওনেল মেসি চলেই এলেন।  ভারতের কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। দিবাগত রাত ২টা ১০ মিনিটে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোটা শহর মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক,

মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা
দিবাগত রাত ২টা: কলকাতায় অবতরণ।
সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।
সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।
দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি
নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ