মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী (দ্বিতীয় খণ্ড) থেকে জানা যায়, একসময় প্রচুর গাছপালা থাকার কারণে এ এলাকার নামকরণ হয় শ্যামলী। মিরপুর রোডের পাশ দিয়ে মোহাম্মদপুর-ধানমন্ডি যেতে শ্যামলীর যে অংশটুকু পড়ে, সেই রাস্তাটুকু জনপ্রিয় হয় শ্যামলী রিং রোড নামে। পরে শ্যামলী সিনেমা হলের কারণেও এই এলাকা পরিচিতি পায়।

যদিও এখন আর হলটি নেই। সেখানে গড়ে ওঠে অত্যাধুনিক শপিং মল শ্যামলী স্কয়ার। এর মধ্যে আছে স্টার সিনেপ্লেক্স। নতুন নতুন বেসরকারি অফিস ও কন্ডোমিনিয়াম আবাসিক এলাকা গড়ে ওঠার কারণে বদলে গেছে শ্যামলীর আদিরূপ।

আরও পড়ুনমৃত্যুর ২৯ বছর পরও ফ্যাশন ও স্টাইলে সালমান শাহ যে কারণে অনন্য২৭ অক্টোবর ২০২৫ব্র্যান্ডের শোরুমগুলোর অন্দরসজ্জাও চোখে পড়ার মতো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন?

লিওনেল মেসি আসবেন। লিওনেল মেসি আসছেন। লিওনেল মেসি চলেই এলেন।  ভারতের কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। দিবাগত রাত ২টা ১০ মিনিটে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোটা শহর মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক,

মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা
দিবাগত রাত ২টা: কলকাতায় অবতরণ।
সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।
সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।
দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি
নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ