ম্যাচ চলাকালে জাতীয় লিগের ভেন্যুতে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। গতকাল খুলনা ও বরিশালের মধ্যে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসান হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কোয়াব গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে দেশের সব ক্রিকেট মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ চলাকালে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছে। কোয়াব এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলেছে, ‘অনেক ক্রিকেট মাঠ হাসপাতাল থেকে অনেক দূরে। তাই প্রতিটি ভেন্যুতে একটি অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি, যাতে স্বাস্থ্য-সম্পর্কিত যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়।’

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘এই বছরের মধ্যে চারটি হৃদ্‌রোগজনিত ঘটনা ঘটেছে। আমরা কোনো ক্রিকেট ম্যাচে জড়িত ব্যক্তির সঙ্গে ঝুঁকি নিতে পারি না। বিসিবিকে এই বিষয়ে সচেতন হয়ে ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুনমাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও২৭ অক্টোবর ২০২৫

এই বছরই এপ্রিলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ চলাকালীন নিরাপত্তা কর্মকর্তা ইকরাম চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর এক মাস পর সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও হৃদ্‌রোগে আক্রান্ত হন। সৌভাগ্যবশত, তিনি সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি রোমেল নামের আরও একজন স্টেডিয়ামকর্মী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

কোয়াবের আশা, বিসিবি তাদের এই অনুরোধের প্রতি গুরুত্ব দেবে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রতিটি ভেন্যুতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

আরও পড়ুনতামিম ইকবালের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি২৪ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন?

লিওনেল মেসি আসবেন। লিওনেল মেসি আসছেন। লিওনেল মেসি চলেই এলেন।  ভারতের কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। দিবাগত রাত ২টা ১০ মিনিটে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোটা শহর মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক,

মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা
দিবাগত রাত ২টা: কলকাতায় অবতরণ।
সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।
সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।
দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি
নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ