জয়ে শুরু চট্টগ্রামের, অভিষেকে ড্র ময়মনসিংহের, ৩ রানের আক্ষেপ জিশানের
Published: 28th, October 2025 GMT
বরিশাল বিভাগকে কাল অনায়াসে হারিয়েছে খুলনা বিভাগ। আজ রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগও বড় জয় পেল। জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। অভিষিক্ত ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের বিপক্ষে এবং ঢাকা বিভাগ রংপুর বিভাগের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।রাজশাহীতে চট্টগ্রামের হাসি
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড লক্ষ্য (৪৮৩) তাড়া করে জিততে হতো রাজশাহীকে। প্রীতম কুমার ও মেহেরব হাসানের অপরাজিত ফিফটিকে ৪ উইকেটে ২১৯ রান তুলে কাল তৃতীয় দিন শেষ করায় জয়ের সম্ভাবনা কিছুটা হলেও উঁকি দিচ্ছিল।
তবে আজ শেষ দিনে মেহেরবকে বেশি দূর এগোতে দেননি চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান। সেঞ্চুরির দিকে এগোতে থাকা প্রীতমকেও (৮৩) ফিরিয়েছেন নাঈম। এরপর শাখির হোসেন ফিফটি করলেও তা যথেষ্ট হয়নি। নিজেদের মাঠ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৩৭০ রানে অলআউট হয়ে চট্টগ্রামের কাছে ১১২ রানে হেরেছে রাজশাহী। স্বাগতিকদের শেষ ৩ উইকেট নিয়েছেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
ম্যাচসেরার পুরস্কার হাতে ইয়াসির আলী (মাঝে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, আধাঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
শনিবার (২৫ অক্টোর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় পোঁছাতেই ট্রেনের শেষের বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনটি দ্রুত থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”
মো. শাহাদাত হোসেন বলেন, “খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে আধাঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে সংযোগ করার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/মিলন/এস