ব্যাংকে টাকা জমা রাখলে সুদ বা মুনাফা পাওয়া যায়। আবার ব্যাংকিং ব্যবস্থায় নানা ধরনের সুদ আছে। যেমন সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, নমিনাল সুদ, কার্যকর সুদ। এসব সুদ সম্পর্কে জানা না থাকায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।

জানা যাক, কোনটি কী ধরনের সুদ; কীভাবে সুদের হিসাব হয়। কিংবা সুদ না বলে মুনাফা কেন বলা হয়।

সুদহারের সংজ্ঞা

ব্যাংকে টাকা রাখলে নির্দিষ্ট সময় পর আপনি মূল টাকার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা পান। এই অতিরিক্ত টাকাটাই সুদ। একে টাকার ব্যবহারের মূল্যও বলা যায়। তবে সুদ গণনার পদ্ধতি সব সময় একই হয় না। সাধারণত দুইভাবে সুদ হিসাব করা হয়—সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। কোনো কোনো ব্যাংক সুদের পরিবর্তে মুনাফা বলে।

সরল সুদ কী

এখানে সুদ শুধু মূল টাকার ওপর হিসাব করা হয়। সময় যত বাড়ে, সুদও তত বাড়ে, কিন্তু হিসাবের ধরন অপরিবর্তিত থাকে।

একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনি ১০ হাজার টাকা ব্যাংকে রাখলেন এবং বছরে সুদের হার ১০ শতাংশ। এক বছরে সুদ হবে ১ হাজার টাকা। দুই বছরে তা হবে ২ হাজার টাকা। কারণ, প্রতিবছর একই মূল টাকা (১০ হাজার টাকা) ভিত্তি ধরে সুদ গণনা হয়।

চক্রবৃদ্ধি সুদ কী

এ ক্ষেত্রে প্রথমে বা প্রথম বছরে মূল টাকার ওপর সুদ হয়। তারপর সেই সুদ মূল টাকার সঙ্গে যোগ হয়ে নতুন মূল টাকা তৈরি করে। পরবর্তী সময়ে সুদ হিসাব করা হয় সেই নতুন মূলের ওপর। এ কারণে সময় যত বাড়ে, সুদও দ্রুত বাড়ে।

এ ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথম বছর শেষে ১০ হাজার টাকার ওপর সুদ হলো ১ হাজার টাকা।

দ্বিতীয় বছরে সুদ হিসাব হবে ১১ হাজার টাকার ওপর। তাই দ্বিতীয় বছরের সুদ হবে আগের বছরের তুলনায় একটু বেশি।

ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ কেন

গ্রাহকদের লাভবান হয় চক্রবৃদ্ধি সুদে। আবার ব্যাংকও দীর্ঘ সময় ধরে আমানত ধরে রাখতে পারে। ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ কেন বেশি ব্যবহার করা হয়, কিছু কারণ আছে।

১.

এতে সঞ্চয়কারীরা দীর্ঘ মেয়াদে বেশি লাভবান হন।

২. ব্যাংকের হিসাবব্যবস্থা নিয়মমাফিক হয়।

৩. মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে সুদ যোগ করা যায়।

অনেক সঞ্চয় স্কিম, ডিপিএস বা মেয়াদি আমানতে সুদ সাধারণত চক্রবৃদ্ধি ধরেই হিসাব করা হয়।

নমিনাল ও কার্যকর সুদ কী

ব্যাংক যখন সুদের হার ঘোষণা করে, সেটাকে বলা হয় নমিনাল সুদ। এর মধ্যে চক্রবৃদ্ধির প্রভাব ধরা থাকে না।

অন্যদিকে কার্যকর সুদ হলো শেষ পর্যন্ত আপনি আসলে কত পাচ্ছেন। এতে চক্রবৃদ্ধির প্রভাব যুক্ত থাকে।

চক্রবৃদ্ধি যত ঘন ঘন হবে, কার্যকর সুদের হার তত বেশি হবে।

সুদের পরিবর্তে মুনাফা কেন

ইসলামি ধারার ব্যাংকগুলো সুদ শব্দটি ব্যবহার করে না। ইসলামি ধারার ব্যাংকে টাকা রাখলে তাতে মুনাফা দেওয়া হয়। ধারণাটি এমন, সেখানে গ্রাহক ব্যাংকের ব্যবসায় অংশগ্রহণ করেন এবং ব্যবসার মুনাফা অনুসারে অংশ পান। তবে ফলাফলগত দিক থেকে, গ্রাহকের হাতে আসে মূল টাকার চেয়ে বেশি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র যকর স দ ট ক র ওপর হ স ব কর ব যবস

এছাড়াও পড়ুন:

কলমাকান্দায় ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গলাছড়া এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

উখিয়ায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

অভয়নগরে নারী মাদক কারবারি আটক

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির খারনৈ বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। তারা সীমান্ত পিলার ১১৭৭/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে গলাছড়া এলাকায় পড়ে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেন।  তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে। 

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ