শিকাগো থেকে জার্মানিগামী লুফথানসার একটি ফ্লাইটে দুই কিশোরকে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত এবং এক নারী যাত্রীকে থাপ্পড় মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক ভারতীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম প্রণীত কুমার উসিরিপল্লি। ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি অফিসের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের নথি অনুসারে, প্রণীত প্রথমে ১৭ বছর বয়সী এক যাত্রীর কাঁধে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। এরপর তিনি ১৭ বছর বয়সী আরেক কিশোরের ওপর হামলা চালান এবং একই কাঁটাচামচ দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন।

প্রণীতের হামলার প্রথম শিকার কিশোর মাঝখানের আসনে ঘুমিয়ে ছিল। জেগে উঠে সে দেখে, ২৮ বছর বয়সী অভিযুক্ত প্রণীত তাঁর ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছেন। এরপর অভিযুক্ত ব্যক্তি বাঁ কলারবোনের কাছে কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। এরপর তিনি দ্বিতীয় কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁর কাঁটাচামচের আঘাতে তাঁর মাথার পেছনে ক্ষতের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি দেখে উড়োজাহাজের কর্মীরা প্রণীতকে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি হাতে পিস্তল আছে, এমনভাবে তাঁর আঙুল তাক করেন। পরে সেই কাল্পনিক পিস্তল মুখে পুরে ট্রিগার টানার ভঙ্গি করেন। এরপর তিনি একজন নারী যাত্রীর দিকে ফিরে তাঁকে থাপ্পড় মারেন। তিনি একজন বিমানকর্মীকেও থাপ্পড় মারার চেষ্টা করেন।

প্রণীতের বেপরোয়া হামলার পর উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে উড়োজাহাজ অবতরণ করা হলে সেখানেই প্রণীতকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো ‘আইনসম্মত অবস্থান’ নেই। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

প্রণীতের বিরুদ্ধে মার্কিন আদালতে বিশেষ উড়োজাহাজে ভ্রমণ করার সময় অন্যকে শারীরিক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে প্রণীতের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, ৩ বছর পর্যন্ত শর্তাধীনে মুক্তি ও আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

অ্যাটর্নি অফিসের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, প্রণীত বাইবেল শিক্ষার ওপর একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র ওপর

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মাত্র তিন মাস ক্ষমতায় থাকার পর আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। ফলে আগামী বছরের শুরুতেই সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।

পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ একটি রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করতে এ পরিষদ ভেঙে দেওয়া হলো।

অনুতিন চার্নভিরাকুল চলতি মাসের শেষ দিকে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না বলে ধারণা করা হচ্ছিল। তবে এর আগেই এ সিদ্ধান্ত এল। বিশেষত যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ চলছে, ঠিক তখন এ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী।

অধ্যাদেশে বলা হয়েছে, একটি সংখ্যালঘু সরকার দেশ চালাচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সরকার দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হলো প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজয়থাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।আরও পড়ুনথাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী ধনকুবের অনুতিন০৫ সেপ্টেম্বর ২০২৫

থাইল্যান্ডের আইন অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই হিসাবে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুতিন গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। এ পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি পার্লামেন্ট ভেঙে দিতে যাচ্ছেন এবং জাতীয় নির্বাচনের পথ খুলছে।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজয়থাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

আরও পড়ুনএকটি ফোনকল ফাঁস কীভাবে থাই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে সর্বনাশ ডেকে আনল৩০ আগস্ট ২০২৫আরও পড়ুনকম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাতে থাই সেনা নিহত, পাল্টা বিমান হামলা থাইল্যান্ডের০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিশৃঙ্খলতায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার আয়োজন
  • টাইব্রেকারে দুটি শট আটকে ফারইস্টকে বিদায় করে এআইইউবিকে ফাইনালে তুললেন রাজীব
  • দেয়াল টপকে ভেতরে ঢুকে মাস্ক পরা যুবক, এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন
  • চূড়ান্ত প্রতিবেদন দাখিল, জিয়া-জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি
  • তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
  • কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড
  • হাদিকে গুলি: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা
  • রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?
  • শত বছরের পুরোনো বিমানবন্দরে হচ্ছে ৩ হাজার কোটি ডলারের শহর