চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ২০ লাখ টাকা জমা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

আরো পড়ুন:

হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৯ দালালের কারাদণ্ড

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ৪ মামলায় জরিমানা

আসামি পক্ষের আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘২১ অক্টোবর আদালতের বিচারক রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানা করেন। এ রায়ের বিরুদ্ধে আইন মোতাবেক চেকে বর্ণিত সমপরিমাণ টাকার অর্ধেক অর্থাৎ ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আসামি আলাদতে আত্মসমর্পণ করেন। আদালত ৩০ নভেম্বরের মধ্যে আপিল দায়ের করার শর্তে তাকে জামিন দিয়েছেন।’’ 

৬৩ বছর বয়সী রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। ২০১৩ সালের ২৭ মার্চ মামলা দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার বাসিন্দা ও ব্যবসায়ী মো.

হাম্মাদ আলী।

বাদী পক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বলেন, ‘‘আসামি রফিকুল ইসলাম ট্রেজারির মাধ্যমে আদালতে চেক ডিজঅনারের মামলায় রায়ে আরোপিত জরিমানার অর্ধেক অর্থাৎ ২০ লাখ টাকা জমা দেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে ১ মাসের মধ্যে আপিলের শর্তে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক। আইনে যেহেতু আপিলের বিধান রয়েছে, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই।’’ 

মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, ব্যবসার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেন বিএনপি নেতা রফিক। কিছুদিনের মধ্যে টাকাগুলো ফেরত দেওয়ার কথা থাকলেও তা দিতে তিনি গড়িমশি করেন। একপর্যায়ে ২০১৩ সালের ১ জানুয়ারি হাম্মাদ আলীকে ১০ লাখ করে মোট ৪০ লাখ টাকার চারটি চেক দেন রফিক। পরে হাম্মাদ আলী চেকগুলো জমা দিলে পর্যান্ত টাকা না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখান করে ডিজঅনার সনদ দেয়। ব্যবসায়ী হাম্মদ আলী টাকা না পেয়ে ওই বছরের ৭ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ দেন রফিককে। এরপরও টাকা না দেওয়ায় ওই সালের ২৭ মার্চ চিফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন হাম্মাদ আলী। 
 

ঢাকা/শিয়াম/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প ইনব বগঞ জ হ ম ম দ আল র কর ন

এছাড়াও পড়ুন:

ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন। নার্গিসের ভাই মেহদির বরাতে ‘নার্গিস ফাউন্ডেশন’ এ খবর জানিয়েছে।

প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন জানায়, ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছেন। আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তাঁর স্ত্রীর গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকজন মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকেও গ্রেপ্তার করা হয়।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।

জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট ৩১ বছর সাজা হয়েছে। মানবাধিকারের বিষয়ে কারাগারে থেকেও উচ্চকণ্ঠ ছিলেন নার্গিস। ২০২৪ সালের নভেম্বরে নার্গিসের অস্ত্রোপচার হয়। তাঁর ডান পায়ের নিচের অংশের একটি হাড় থেকে টিউমারসদৃশ ক্ষত অপসারণের জন্য ওই অস্ত্রোপচার করা হয়েছিল। চিকিৎসকেরা এটিকে ক্যানসার বলে আশঙ্কা করেছিলেন। অস্ত্রোপচারের পরের মাসে তাঁর সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ। এরপর ধারণা করা হচ্ছিল, নার্গিসকে দ্রুত কারাগারে ফিরতে হবে। তবে তাঁকে আর কারাগারে যেতে হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ ২১ ডিসেম্বর
  • বিজয় যখন কড়া নাড়ছে
  • জেনারেল নিয়াজি তিন দিন আগেও বলেছিলেন, আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না
  • মন্ত্রিপরিষদ সচিব‌কে বাদ দেওয়াসহ আইন‌ঢেলে সাজানোর আহ্বান: টিআইবি
  • তিন দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে
  • ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার
  • রাও ফরমান আলী পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের বিষয়ে গোপন সমঝোতা করছেন
  • বিপিএলে ফিক্সিং: অভিযুক্তদের বিচার হবে ট্রাইব্যুনালে
  • মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ
  • রিট খারিজ, জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বহাল