প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
Published: 29th, October 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের খানপুর নতুন রাস্তায় সদর থানা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন,প্রতিটি বৃক্ষ একটি প্রাণ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে বৃক্ষরোপণই পারে আমাদের বাঁচাতে।
বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহান বিনিয়োগ। বিএনপি ও যুবদল সর্বদা দেশের মাটি, মানুষ ও পরিবেশ রক্ষায় বিশ্বাসী।
তারা আরও বলেন, আমরা চাই—প্রত্যেক যুবদলের নেতাকর্মীরা যেন অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি আমাদের ভবিষ্যৎও হবে সবুজ ও নিরাপদ।
এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যুবদল জনকল্যাণে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা জনিসহ মহানগর যুবদলের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র আহ ব সদস য
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক
নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশর আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।
এক শোক বার্তায় আনিসুল ইসলাম সানি জানান, মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য মরহুমা মৌলুদা খান বুধবার দুপুরে দীর্ঘ একমাস অসুস্থ্য থাকার পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে তার স্বামী আয়কর আইনজীবি ওসমান গনি ও দুই পুত্র শিবলী সাদিক ও আহসান সাদিক সহ অসংখ্য আত্মিয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।