তামিল–তেলেগু সিনেমার সাফল্য অনেকবারই চমকে দিয়েছে। নানা বিচিত্র বিষয় নিয়ে সিনেমা তৈরি হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তবে প্রশংসার সঙ্গে তামিল–তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সমালোচনাও আছে। এই ইন্ডাস্ট্রি মূলত পুরুষপ্রধান, নারী চরিত্রগুলো সেভাবে গুরুত্ব পায় না। তবে এই পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতেও দুই দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়েছে চলেছেন এক অভিনেত্রী। রোমান্টিক, থ্রিলার থেকে হরর—সব ঘরানার সিনেমায় নিজের ছাপ রেখেছেন। তিন আর কেউ নন, দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আজ ১৮ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন।

ডায়ানার বেড়ে ওঠা
১৯৮৪ সালের আজকের দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম। আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা; বদলির চাকরি। নয়নতারা তাই বেড়ে উঠেছেন ভারতের বিভিন্ন শহরে। পড়েছেন জামনগর, গুজরাট আর দিল্লির স্কুলে, পরে কেরালার তিরুবল্লের একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন।

প্রথম সিনেমা ‘মানাশিনাকারে’র পোস্টারে নয়নতারা। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ড স ট র

এছাড়াও পড়ুন:

অভিনয়ে অনিচ্ছুক সেই মেয়ে এখন ‘লেডি সুপারস্টার’, ২০০ কোটির মালিক

তামিল–তেলেগু সিনেমার সাফল্য অনেকবারই চমকে দিয়েছে। নানা বিচিত্র বিষয় নিয়ে সিনেমা তৈরি হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তবে প্রশংসার সঙ্গে তামিল–তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সমালোচনাও আছে। এই ইন্ডাস্ট্রি মূলত পুরুষপ্রধান, নারী চরিত্রগুলো সেভাবে গুরুত্ব পায় না। তবে এই পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতেও দুই দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়েছে চলেছেন এক অভিনেত্রী। রোমান্টিক, থ্রিলার থেকে হরর—সব ঘরানার সিনেমায় নিজের ছাপ রেখেছেন। তিন আর কেউ নন, দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আজ ১৮ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন।

ডায়ানার বেড়ে ওঠা
১৯৮৪ সালের আজকের দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম। আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা; বদলির চাকরি। নয়নতারা তাই বেড়ে উঠেছেন ভারতের বিভিন্ন শহরে। পড়েছেন জামনগর, গুজরাট আর দিল্লির স্কুলে, পরে কেরালার তিরুবল্লের একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন।

প্রথম সিনেমা ‘মানাশিনাকারে’র পোস্টারে নয়নতারা। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ