কাবাডি
নারী কাবাডি বিশ্বকাপ, দ্বিতীয় দিন
সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট
টি স্পোর্টস
ফুটবল
এএফসি এশিয়ান কাপ বাছাই
বাংলাদেশ-ভারত
সরাসরি, রাত ৮টা
টি স্পোর্টস
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই
স্পেন-তুরস্ক
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
স্কটল্যান্ড-ডেনমার্ক
সরাসরি, রাত ১-৪৫ মিনিট
সনি লিভ।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ি ও যানবাহন জব্দ করেছে। এসবের মূল্য আনুমানিক ৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির সূত্র, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে বিপুল ভারতীয় চোরাই পণ্য গোপনভাবে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে।
এ সংবাদের প্রেক্ষিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ওই রোডে সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ট্রাক আসতে দেখে সন্দেহ হলে ট্রাকটি সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে পাথরের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় চোরাচালানী পণ্য ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ি ও যানবাহন জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।”
তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। সেই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।”