আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
Published: 18th, November 2025 GMT
এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। কাতারের দোহায় সোমবার বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তানকে। স্রেফ উড়িয়ে দিয়েছে আফগানদের। টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আকবর আলী দল।
টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ৭৮ রানে আটকে দেয় বাংলাদেশ। শুরুতে রিপন মণ্ডলের পেস ও পরে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১৮.
বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক রিপন ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট। সবচেয়ে ইকোনোমিকাল ছিলেন রাকিবুল। ৪ ওভারে মাত্র ৭ রান দেন। উইকেট নেন ৩টি। আরেক স্পিনার মেহরব ২ উইকেট নিয়েছেন ১৪ রান ব্যয় করে।
আফগান অধিনায়ক ডারউইস রাসুলি সর্বোচ্চ ২৮ বলে ২৭ রান করেন। আফগানিস্তানের তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন। শেষ দিকে মাত্র ১৬ রানে তাদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।
আগের ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর আফগানিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে ১০ রান করে থেমে যান। ভালো শুরুর পরও জিসান আলম করেন ১০ রান। দুই ওপেনারই ফেরেন ১০ রানের দুটি ইনিংস খেলে।
সেখান থেকে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। ২ ছক্কায় ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জাওয়াদ। ৩০ বলে মাহিদুলের ব্যাট থেকে আসে ২৭ রান।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ ‘এ’। রান রেটে ৪.০৭৯। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন ১০ র ন উইক ট
এছাড়াও পড়ুন:
পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক
ময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে সড়কের প্রায় ৩০০-৪০০ মিটার ভিজে যায়। এ ঘটনায় পিচ্ছিল হয়ে পড়া সড়কে চাকা পিছলে অন্তত ২০-২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী আহত হন।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢুলিভিটা-কালিয়াকৈর সড়কের ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে পিছলে পড়েন অনেকেই। এসময় তারা সড়কটিতে তেল পড়ে থাকতে দেখেন। আদা ঘণ্টার মধ্যেই ২০-২৫টি মোটরসাইকেল সেখানে পিছলে পড়ে। এসময় অনেকেই কাটাছেঁড়াসহ বিভিন্নভাবে আহত হন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের কয়েকশ’ মিটার জুড়ে তেল ছড়িয়ে রয়েছে। এসময় স্থানীয় কয়েকজনকে পাশের একটি মসজিদ থেকে সড়কে পানি ছেটাতে দেখা যায়।
ট্রাকটির চালক আসিফ জানান, বায়োটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁসহ খাবারের দোকান থেকে পোড়া ভোজ্যতেল সংগ্রহ করে ৫০ কেজি করে ২০টি ড্রামে ভর্তি করে সাভারের গেন্ডা এলাকায় কারখানায় নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের ভেতরের ৫০ কেজি ওজনের একটি ড্রাম ফেটে গেলে ভেতরের সব তেল সড়কের ৩০০-৪০০ মিটার এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে।
ধামরাইয়ের আমতলা থেকে মোটরসাইকেলে করে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন মো. সাদ্দাম হোসেনসহ আরো দুইজন। ডেমরান মসজিদের সামনে মোটরসাইকেলটি পিছলে পড়ে। এতে সাদ্দামসহ আরো একজনের হাত-পায়েসহ বিভিন্ন জায়গায় কেটে যায়।
তিনি বলেন, “মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে পিছলে পড়ে যাই।”
ঢুলিভিটা থেকে আশুলিয়া গণকপাড়ার দিকে যাচ্ছিলেন সুমন আহমেদ ও আরিফুল ইসলাম নামে স্থানীয় দুইজন। তারাও মোটরসাইকেলসহ সেখানে পিছলে পড়েন। সুমন আহমেদ বলেন, “স্বাভাবিকভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়ক পিচ্ছিল লাগছে। এরপরই কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলসহ পড়ে যাই। পেছনেই দ্রুতগতির ট্রাক ছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।”
বায়োটেক এনার্জি লিমিটেডের ম্যানেজার পরিচয় দেওয়া জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, “তেল আনার সময় দুর্ঘটনাবশত তেল পড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে পারি। এর বাইরে কিছু করার নেই।”
এ বিষয়ে ফায়ার সার্ভিসকে কল দিলে এমন ঘটনা তাদের আওতায় পড়ে না বলে জানিয়ে ঘটনাস্থলে আসতে অস্বীকৃতি জানান ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শিবলি।
ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সাব্বির/এস