পের্সেউস: যাকে বাক্সে বন্দী করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিলো
Published: 18th, November 2025 GMT
গ্রিক পুরাণে পের্সেউস একজন বিখ্যাত বীর এবং দানব হত্যাকারী। তিনি অলিম্পাসের প্রধান দেবতা জিউস এবং আর্গসের রাজকুমারী ডানাই-এর পুত্র ছিলেন। তিনি হেডিস, হার্মিস এবং অ্যাথেনার মতো দেবতাদের সহায়তায় অসংখ্য বীরত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন।
পের্সেউস সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী ছিল যে, তিনি তার মাতামহ আর্গোসের রাজা অ্যাক্রিসিয়াসকে হত্যা করবেন। এই ভয়ে অ্যাক্রিসিয়াস ড্যানি এবং শিশু পের্সেউসকে একটি কাঠের বাক্সে বন্দী করে সমুদ্রে ভাসিয়ে দেন।
আরো পড়ুন:
ব্যায়ামের পরে শরীর হালকা লাগে যেসব কারণে
প্রতি সেকেন্ডে ৫০ বার ডানা ঝাপটাতে পারে হামিং বার্ড
যদিও পের্সেউস তার পিতামহের কোনো ক্ষতি করার ইচ্ছা পোষণ করতেন না। লারিসা শহরে একটি ক্রীড়া প্রতিযোগিতায় ডিসকাস নিক্ষেপের সময় দুর্ঘটনাবশত তার নিক্ষিপ্ত ডিসকাস দর্শকের আসনে বসা তার মাতামহ অ্যাক্রিসিয়াসের মাথায় আঘাত হানে এবং তার মৃত্যু হয়।
এভাবেই ভবিষ্যদ্বাণীটি পূরণ হয়। পের্সেউস পরবর্তীতে মাইকেনাই শহরের প্রতিষ্ঠাতা হন এবং পার্সিদ রাজবংশের সূচনা করেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাসিনা–আসাদুজ্জামান–মামুন কে কোন অপরাধে সাজা পেলেন
শেখ হাসিনা কীভাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন, সেটা রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। তিনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল পাঁচটি। অভিযোগের কোনটিতে কী সাজা, সেটিও রায়ে উল্লেখ করা হয়েছে। তিন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।