ভৈরব নদে নৌকা বাইচ, উপভোগ করলেন হাজারো মানুষ
Published: 21st, November 2025 GMT
ঢেউয়ের কলতান ও বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল হয়ে উঠেছিলো শান্ত ভৈরব নদ। দুই পাড়ে হাজারো দর্শকের করতালিতে পরিবেশ হয়ে উঠেছিল উৎসবমুখর। শীতের বিকেলে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন যশোরের অভয়নগর উপজেলার মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অভয়নগর স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
ইবিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ঢাবিতে কৃত্রিম বুদ্ধমত্তা-বিষয়ক জাতীয় প্রতিযোগিতা
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে ভৈরব নদের দুই পাড়ে ভিড় করেন হাজার হাজার দর্শক। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলার ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘জয় মা কালি’ নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে। টুঙ্গিপাড়ার ‘মোবাইল ব্যাটারী’ নামে নৌকা দ্বিতীয় এবং মাগুরার ‘মাগুরা টাইগার’ নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে।
আয়োজকরা জানান, অভয়নগর উপজেলার তালতলা খেয়াঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়। এটি প্রায় ৩ কিলোমিটার দূরের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয়স্থান অধিকারী দলকে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অভয়নগর স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এম আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন- অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরিফ হোসেন, সাবেক আমির মাওলানা মশিউর রহমান। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভয়নগরে ট্রলি উল্টে নিহত ১
যশোরের অভয়নগরে লাকড়ি বহনকারী ট্রলি উল্টে জুয়েল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহোদর সোহেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল হিদিয়া গ্রামের লিয়াকত ফকিরের ছেলে।
আরো পড়ুন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলিতে লাকড়ি নিয়ে দুই ভাই হিদিয়া থেকে সিদ্ধিপাশা যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে পাকা রাস্তার ওপর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু, পথেই জুয়েল মারা যান। সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রায়সুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব