কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ভূমিকম্পের সময় একটি পোশাক কারখানার নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়ে অন্তত ৮০ জন শ্রমিক দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে অন্তত আটজন সে সময় প্রতিষ্ঠানেই অচেতন হয়ে পড়েন।

আজ শুক্রবার সকালের ভূমিকম্পে কুমিল্লায় ব্র্যান্ডিক্স নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.

সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শ্রমিকদের মধ্যে ইপিজেডের বেপজা হাসপাতালে ৫০ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দৌড়ে বের হতে গিয়ে পাঁচজন বেশি আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ ওই প্রতিষ্ঠানের একটি ইউনিটে উৎপাদনের কাজ চলছিল। ভূমিকম্পের সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত নারী শ্রমিকেরা দৌড়ে বের হতে গিয়ে কয়েকজন আহত হন। এ ছাড়া কয়েকজন ভয়ে অচেতন হয়ে প্রতিষ্ঠানের মেঝেতে পড়ে যান। আহত শ্রমিকদের উদ্ধার করে বেপজা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পের সময় ওই কারখানার নারী শ্রমিকেরা ভয়ে হুড়োহুড়ি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে কেউ গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে অন্তত ৩০ জন নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন) চৌধুরী মো. ফারুক হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আজ শুক্রবার ইপিজেডে সাপ্তাহিক ছুটির দিন। তবে কাজের চাপ বেশি থাকায় যথাযথ অনুমতি নিয়ে ব্র্যান্ডিক্স নামের একটি প্রতিষ্ঠান তাদের একটি ইউনিট চালু রাখে। ভূমিকম্পের সময় সেখানে হাজারখানেক শ্রমিক কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন। এখানে বড় কোনো ঘটনা ঘটেনি। আমরা বিষয়টির খোঁজখবর রাখছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম কম প র সময় ব র হত র একট

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা পুলিশ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো- ফতুল্লা মডেল থানার মুসলিনগর উত্তরপাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র শাহিন (৩৫) ও আব্দুর জব্বারের পুত্র রাজিব (২৫)।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ নয় (৯) বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম,সহকারী উপপরিদর্শক আবুল কালাম(১) ও আবুল কালাম (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিম নগর উত্তর পাড়াস্থ শাহিনের রিক্সার গ্যারেজের সামমের রাস্তায় অভিযান চালিয়ে নয় বোতল ফেনসিডিল সহ শাহিন ও রাজিব কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদ পেয়ে মুসলিমনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের কে নয় বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সম্পর্কিত নিবন্ধ