‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
Published: 11th, January 2025 GMT
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
স্ক্রিনশট/রংপুর রাইডার্সউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
আজ রোববার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো.শাহিন (৩৫)। তিনি পেশায় বাবুর্চি। আহত চালকের নাম মো.ফিরোজ (৪৫)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ বর্তমানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির দুলাভাই ইলিয়াস বলেন, শাহিন বাবুর্চির কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। শাহিন হবিগঞ্জের লাখাই থানার বাদিখিরা গ্রামের শামসুল হকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।