‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
Published: 11th, January 2025 GMT
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
স্ক্রিনশট/রংপুর রাইডার্সউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
পূর্বশত্রুতার জের ধরে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বাংলাদারীর মাঠে সোহেল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেমম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
হোসেল সদর উপজেলার বেলগাছি গ্রামের বকচর পাড়ার আশরাফুল গাছির ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাংলাদারীর মাঠে সোহেল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, সোহেলের বাবা একজন গাছি। তিনি গ্রামের মাঠে খেজুরগাছ কেটে রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। সোহেল এ কাজে তার বাবাকে সহযোগিতা করতেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
ঢাকা/মামুন/রফিক