‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
Published: 11th, January 2025 GMT
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
স্ক্রিনশট/রংপুর রাইডার্সউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেনিনে সামরিক অভ্যুত্থান
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। শনিবার দেশটির সরকারি টেলিভিশনে একদল সেনা উপস্থিত হয়ে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে।
সামরিক কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচিত এই দলটি রবিবার রাষ্ট্রপতি এবং সব রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দিয়েছে।
সেনারা জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে সামরিক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।
১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর পশ্চিম আফ্রিকার এই দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে। ১৯৯১ সাল থেকে, মার্কসবাদী-লেনিনবাদী ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসনের পর দেশটি রাজনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে।
রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল।
ট্যালনের দলের মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন। বিরোধী প্রার্থী রেনাউড আগবোডজোরের পর্যাপ্ত পৃষ্ঠপোষক না থাকার কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাখ্যান করে।
ঢাকা/শাহেদ