‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
Published: 11th, January 2025 GMT
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
স্ক্রিনশট/রংপুর রাইডার্সউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির সঙ্গে জড়িত থাকায় জামায়াত নেতা বহিষ্কার
গাজীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিল্লুর রহমান নামে এক জামায়াত নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত জিল্লুর রহমান গাজীপুর সদর উপজেলার পিরোজালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।
পিরোজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল বলেন, ‘‘জিল্লুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তাকে অনেকবার সংশোধনের চেষ্টা করা হয়েছে। কিন্তু, নিজেকে শোধরাননি। পরে বিষয়টি উপজেলা ও জেলা সংগঠনকে জানালে তারা কেন্দ্রকে জানায়। কেন্দ্র তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব