মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.

..উঁহুহু..!

রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’

ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।

স্ক্রিনশট/রংপুর রাইডার্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক রাকিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রিপাড়া কেন্দ্রিক রাজনীতি করে- এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ রাকিব। রবিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

তিনি ফেসবুক পোস্টে লিখেন, “আমি মুহাম্মদ রাকিব সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রিপাড়াকেন্দ্রিক রাজনীতি করছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।”

আরো পড়ুন:

পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ 

মুহাম্মদ রাকিব লিখেন, “এনসিপির অনেক নেতা আর্থিক কেলিঙ্কারিসহ নানা অপকর্ম জড়াচ্ছেন, যা গণ-অভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থি। সম্প্রতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলামবিদ্বেষীরা অবস্থান নিয়েছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আরো আঘাত করেছে। এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে।”

তিনি আরো লিখেন, “সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।”

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ