‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
Published: 11th, January 2025 GMT
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি.
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
স্ক্রিনশট/রংপুর রাইডার্সউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামের এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মইদুল ইসলাম হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। মইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদকের মামলা আছে। স্থানীয় শিবের বাজারে তিনি চা বিক্রি করতেন।
মইদুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—একই ইউনিয়নের কোরলগাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) এবং সন্তোষ (৪৫)। তাদের বিরুদ্ধেও মাদক-সংক্রান্ত একাধিক মামলা আছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, মইদুল ইসলাম শিবের বাজারে চায়ের দোকান চালাতেন। মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রিও করতেন তিনি। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মইদুল। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রামচন্দ্রপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের নির্জন ভিটায় মইদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মাদক বিক্রির টাকা ভাগাভাগি-সংক্রান্ত দ্বন্দ্বের জের ধর ধরে বুধবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তাকে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।
নিহতের স্ত্রী শেফালী বেগম জানিয়েছেন, ৪-৫ দিন যাবত চায়ের দোকান বন্ধ ছিল। বুধবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান মইদুল। সন্ধ্যার দিকে তাকে অপর মাদকসেবী ও মাদক কারবারি বেলালের সঙ্গে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। মইদুল বাড়ি না ফিরলে রাত ৯টার দিকে তার মোবাইল ফোন নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়। পরে গভীর রাত পর্যন্ত বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও মইদুলের সন্ধান পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেছেন, মইদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে মইদুলকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/মাসুম/রফিক