Samakal:
2025-05-01@16:17:11 GMT

টঙ্গী সরকারি কলেজ

Published: 13th, January 2025 GMT

টঙ্গী সরকারি কলেজ

বছর পরিক্রমার ক্রান্তিলগ্নে নতুন বছরে নতুন কিছু করতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের একঝাঁক তরুণ-তরুণী একত্র হয়েছিলেন সুহৃদ সমাবেশের ব্যানারে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করলেন তারা। সম্প্রতি সরকারি কলেজ মাঠে একত্র হয়ে গঠন করা হয় সুহৃদ সমাবেশ টঙ্গী সরকারি কলেজের নতুন কমিটি। শুরুতে সুহৃদ সমাবেশ কী– লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। এরপর পরিচিতি পর্ব শেষে গঠন করা হয় আহবায়ক কমিটি। কমিটিতে সুমাইয়া আক্তার আহ্বায়ক, তুলি ইয়াসমিন দিনা যুগ্ম আহবায়ক ও অজয় বৈদ্য সদস্য সচিব হিসেবে মনোনীত হন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন– তাহমিনা রেজা মৌসুমী, নুসরাত জাহান, মারজানা আক্তার ইলা, মোসাম্মত বাবলি আক্তার, জুলেখা আক্তার, মোছাম্মত কামরুন নাহার সাথী, নুসরাত জাহান শিফা, কামরুন্নাহার কেয়া, জান্নাত মহসিনা মিথি, জান্নাতুল ফেরদৌসী, নাদিয়া আক্তার প্রমি, সুমাইয়া আক্তার মুমু, মোসাম্মত সামিয়া আক্তার,  মুশফিকুর রহমান সিয়াম ও খাদিজা আক্তার ইলা। আহ্বায়ক কমিটির বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন সদ্য গঠিত কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার। তিনি আশা রাখেন, সুহৃদ সমাবেশের অগ্রযাত্রায় টঙ্গী সরকারি কলেজ ইউনিট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ