রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত। তবে এর জন্য প্রথমে ওয়াশিংটনের কাছ থেকে সংকেত আসতে হবে। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন সংঘাত দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ককে শীতল যুদ্ধের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। ট্রাম্প বারবার ‘চুক্তি’ করে এই লড়াই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘অবিলম্বে’ তিনি পুতিনের সাথে দেখা করবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনা করতে চান।

 ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে বলেছেন, “পুতিন প্রস্তুত। আমরা সংকেতের জন্য অপেক্ষা করছি।”

পেসকভ অবশ্য জানিয়েছেন, দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক সম্পর্কে তিনি আর কোনো মন্তব্য করতে পারবেন না। কারণ এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা ‘মুশকিল।’

ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়েছেন যে, যদি তারা প্রায় তিন বছরের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়া বিশ্ববাজারে তেলের দাম কমানোর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরব এবং ওপেককে তেলের দাম কমাতে বলবেন। ‘যদি দাম কমে যায়, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে।’

ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলেছে, “এই সংঘাত তেলের দামের উপর নির্ভর করে না।”

পেসকভ বলেন, “এই সংঘাতের মূল কারণ ছিল রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, ইউক্রেনে বসবাসকারী রাশিয়ানদের জন্য হুমকি এবং আমেরিকান ও ইউরোপীয়দের রাশিয়ার উদ্বেগ শোনার ইচ্ছার অভাব ও সম্পূর্ণ অস্বীকৃতি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র জন য

এছাড়াও পড়ুন:

হাসপাতালে জিতু কমল

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের আলোচিত অভিনেতা জিতু কমল। বুধবার (৫ নভেম্বর) ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  

উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া সিনেমাটির শুটিং চলছিল। এ টিমের এক সদস্য ভারতীয় গণমাধ্যমে বলেন, “শুটিংয়ের মাঝে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা জিতু কমল। কাঁপুনি দিয়ে জ্বর আসে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিনেতার ঠিক কী হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।” 

আরো পড়ুন:

ছেলের বন্ধুরা ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’। জানা যায়, এ দিন শুটিং সেটে ছিলেন জিতুর সহ-অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে এই দুই তারকা ‘বাবুসোনা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। জিতুর অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। 

সিনেমার পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জিতু। ধারাবাহিকটি ২০০ পর্ব পেরিয়েছে। চলতি বছরে পর পর বেশ কিছু কাজ করেছেন অভিনেতা। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে দেখা যায় তাকে। এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়ান এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ