বেপরোয়া গাড়ি জন্মদিনেই কাড়ল শিশু সাদিবের প্রাণ
Published: 24th, January 2025 GMT
পাবনার সাঁথিয়ায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে স্কুলছাত্র সাদিবের (৮)। এদিন ছিল তার জন্মদিন। মা-বাবা প্রিয় সন্তানের জন্মদিন পালনের জন্য অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন। কিন্তু জন্মদিন পালন করা হলো না। নাটোরের গুরুদাসপুরে দু’জন এবং রাজধানীর ডেমরা, চট্টগ্রামের মিরসরাই, গোপালগঞ্জ সদর, ঝালকাঠির নলছিটি ও রাজবাড়ীর পাংশায় একজন করে নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার ছিল সাদিবের (৮) জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজনও করেন মা-বাবা। কিন্তু কে জানত জন্মদিনেই সে চলে যাবে পৃথিবীর মায়া ছেড়ে! রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে তার। পাবনার সাঁথিয়ার আফড়া শামুকজানি বাজার এলাকায় গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশায় থাকা ছয়জন আহত হয়েছেন।
সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় অটোরিকশাচালক মাহতাব উদ্দিন গুরুতর আহত হয়েছেন। সাঁথিয়ার লক্ষ্মীপুর গ্রামে তার বাড়ি। সাঁথিয়া থেকে তিনি যাত্রী নিয়ে যাওয়ার পথে সাঁথিয়া-পন্ডুরিয়া সড়কে দুর্ঘটনায় পড়েন। সাদিব হঠাৎ সড়কে এসে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ হারান মাহতাব। এতে জোরে ধাক্কা লাগায় গুরুতর আহত হয় সাদিব। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সাদিবের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, দিনটি সাদিবের জন্মদিন। এদিনই সে দুনিয়া ছেড়ে চলে গেল। এর চেয়ে দুঃখের ঘটনা আর কী হতে পারে! এ ছাড়া ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুল নগর এলাকায় গতকাল ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উঠে যায়। তবে কেউ হতাহত হয়নি।
রাজধানীর ডেমরায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মো.
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ খান (২৫) নিহত ও চারজন আহত হয়েছেন। ইউসুফ গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।
যশোর থেকে কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে ঝালকাঠির নলছিটিতে রাস্তা পার হওয়ার সময় আসাদুজ্জামান আসাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে ঝালকাঠি-বরিশাল সড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত ও আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল এলাকার সড়কে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় গাড়িচাপায় একজন (অজ্ঞাত) ও সকালে নয়াবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে শাহিন আলম নামে এক যাত্রী নিহত হয়েছেন।
চট্টগ্রামের মিসরাইয়ে পিকনিকের বাসচাপায় একজন নিহত ও ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। লোকটি রাস্তা পার হচ্ছিলেন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন এ দ র ঘটন র এল ক য় গতক ল
এছাড়াও পড়ুন:
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’
ছোট পর্দা থেকে বড় পর্দা—দু’জায়গাতেই অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো অংশ প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখেও পড়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে ভাবনা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে নারীর সঙ্গে পুরুষের বিশ্বাসঘাতকতার একটি চিত্রায়ণ করেছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
‘খুকুমণির’ বিয়ে
রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!
এ বিষয়ে আশনা হাবিব ভাবনা বলেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে। কিন্তু যে নারীকে সে আঘাত করেছে, তাকে রক্ষা করার জন্য আল্লাহ তা প্রকাশ করেন। প্রতিটি মিথ্যা, যা সে পেছনে বলেছে, নীরবে ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি, কান্নার প্রতিটি মুহূর্ত, অথচ পুরুষটি ভান করেছে সব ঠিক আছে। তবে আল্লাহ সব দেখেন, যা সে দেখতে পায় না।”
কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। এমন তথ্য স্মরণ করে ভাবনা বলেন, “একজন পুরুষ ভাবেন, তার কর্ম ঢাকতে সে যথেষ্ট চতুর। কিন্তু কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সত্য প্রকাশ করেন না। বরং সেই নারীকে জীবনভর কষ্ট পাওয়া থেকে রক্ষা করার জন্য এটি করেন।”
খানিকটা ব্যাখ্যা করে আশনা হাবিব ভাবনা বলেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়। কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয় বরং এটা উদ্ধার। আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।”
তবে ভাবনা কেন এ ধরনের একটি পোস্ট নিজের ফেসবুকে দিয়েছেন, তার পেছনের কারণ জানা যায়নি। কিন্তু তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন নেটিজেনরা।
ঢাকা/শান্ত