চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কার থামিয়ে হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বান্দরবান থেকে কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)–কে গ্রেপ্তার করে ডিবি (পশ্চিম)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এক ব্যক্তির নির্দেশে কাস্টমস কর্মকর্তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে এ হামলা চালান। সেই নির্দেশদাতা এখনো পলাতক।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, হামলার সময় ওই ব্যক্তির মোটরসাইকেল ব্যবহার করা হয়। কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোই ছিল হামলার লক্ষ্য। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৪ ডিসেম্বর সকালে নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো.

আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন ভাড়ায় নেওয়া প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তাঁদের গাড়ি থামিয়ে চাপাতি দিয়ে গাড়ির কাচে কোপ দেন। গাড়ির কাচ ভাঙার পাশাপাশি হামলাকারীরা একজন আরেকজনকে বলতে থাকেন, ‘গুলি কর, গুলি কর’। তবে দুই কর্মকর্তা দ্রুত গাড়ি সরিয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, সম্প্রতি বিভিন্ন অনিয়ম, রাজস্ব জালিয়াতি ও নিষিদ্ধ পণ্য আমদানি আটকে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জড়িত চক্র হামলা চালাতে পারে। কাস্টমসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের নিষিদ্ধ পপি বীজ ও ঘন চিনি, প্রায় ৩০ কোটি টাকার নিষিদ্ধ সিগারেট এবং মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুজন কর্মকর্তা জড়িত ছিলেন। প্রসাধনী জব্দের পর মো. আসাদুজ্জামানকে ফোনে হুমকিও দেওয়া হয়।

হামলার নির্দেশদাতার পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছে তারা। তবে হামলায় ওই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ পপি বীজ, ঘন চিনি ও মিথ্যা ঘোষণায় আসা প্রসাধনী জব্দের কারণে একটি সিন্ডিকেট ক্ষুব্ধ। গত দুই মাসে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন নম্বর থেকে হুমকি আসছে।

আরও পড়ুনগাড়ি থামিয়ে কাচে চাপাতির কোপ, একজন বলতে থাকেন, ‘গুলি কর, গুলি কর’০৪ ডিসেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স টমস কর মকর ত

এছাড়াও পড়ুন:

কামিন্স তো ফিরেছেনই, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও যাঁরা আছেন

অবশেষে এবারের অ্যাশেজে প্যাট কামিন্স খেলতে যাচ্ছেন, এটা অ্যাডিলেডের স্কোয়াড ঘোষণার আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সেই আনুষ্ঠানিক ঘোষণাও এল।

চোটের পর দীর্ঘ পুনর্বাসন ও পুরো ফিট হওয়ার অপেক্ষা শেষে আবার ব্যাগি গ্রিন মাথায় অস্ট্রেলিয়ার হয়ে টস করতে দেখা যাবে কামিন্সকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে কামিন্সই একমাত্র সংযোজন।

পার্থ ও ব্রিসবেন দুই টেস্টেই ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে আছে। অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। তাঁর জায়গায় অ্যাশেজের প্রথম দুই টেস্টে অধিনায়কত্ব করেছেন স্টিভেন স্মিথ। তবে অ্যাডিলেডে যে কামিন্সই অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামবেন, সেটা পরিষ্কার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথাতেই, ‘আমরা মনে করি, সে এখন মাঠে নামার জন্য যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত।’

চোট কাটিয়ে দলে টিকে গেছেন অভিজ্ঞ ওপেনার উসমান খাজা। স্কোয়াডে থাকলেও পিঠের চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছিল জশ ইংলিসকে। তবে ওপেনিংয়ে নয়, ইংলিস ব্যাটিং করেছিলেন মিডল অর্ডারে। আর পার্থের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও ওপেনিংয়ে জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ব্যাট করেন ট্রাভিস হেড।

হেড যদি তাঁর ঘরের মাঠ অ্যাডিলেড ওভালে আবারও ওপেন করেন, তবে খাজাকে হয়তো ব্যাটিং অর্ডারে একটু নিচে দেখা যেতে পারে। ম্যাকডোনাল্ডও আভাস দিয়েছেন সেই সম্ভাবনার, ‘উজ্জি (খাজা) পুরো ফিট থাকার কথা। তারপর উইকেট দেখে ব্যাটিং অর্ডার ঠিক করব। অনেকে ধরে নেয় যেন সে শুধু ওপেনই করতে পারে। আসলে তা নয়।’

একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ স্পিনার ও টেস্টে ৫৬২ উইকেটের মালিক নাথান লায়নও। গ্যাবায় অস্ট্রেলিয়া পুরো পেস আক্রমণ নিয়ে নামায় ১২ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে দর্শক হয়ে থাকতে হয়েছিল লায়নকে।

অ্যাডিলেডে স্পিন–বান্ধব উইকেট হলে লায়নের সুযোগ বাড়বে। সে ক্ষেত্রে কামিন্স–মিচেল স্টার্কের সঙ্গে আর একজন পেসারকেই হয়তো দেখা যাবে একাদশে। তার মানে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মধ্যে সুযোগ পাবেন যেকোনো একজন।

অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, উসমান খাজা,  ট্রাভিস হেড, জ্যাক ওয়েদেরাল্ড, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, মিচেল স্টার্ক, নাথান লায়ন, মাইকেল নেসার, বো ওয়েবস্টার, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’
  • নিম্নবিত্তের জীবনে সুখের সংজ্ঞা
  • পসরা সাজিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মিলছে তাৎক্ষণিক ঋণসুবিধাও
  • বাফেলোতে মসজিদের সামনে দীর্ঘ সময় আইস পুলিশের অবস্থান
  • মিরসরাইয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • ‘আমিরুল বিশ্বসেরাদের একজন হতে পারে’
  • চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, দেখা যাবে ঈদে
  • কামিন্স তো ফিরেছেনই, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও যাঁরা আছেন