বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল: সংস্কৃতি উপদেষ্টা
Published: 26th, January 2025 GMT
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে।”   
রবিবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “যদি কেউ গণবিরোধী রাজনীতিতে সম্পৃক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে। সম্প্রতি পুরস্কার ঘোষণা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি রিভিউ করব। যদি কারো বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতিতে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।”
আরো পড়ুন:
বাংলা একাডেমি
‘গণবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকলে পুরস্কারের তালিকা থেকে বাদ’
বাংলা একাডেমি পুরস্কার স্থগিত
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো.                
      
				
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম উপদ ষ ট এক ড ম
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুরের শততম টেস্ট, দল ঘোষণা
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ঘোষণার পরপরই শুরু হয় আলোচনা। মুশফিকুর রহিম ঘরের মাঠে শততম টেস্ট খেলবেন।
৯৮ টেস্ট খেলে মুশফিকুর এখন আছেন শীর্ষে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর। যে টেস্ট ম্যাচ দিয়ে মুশফিকুর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁবেন।
দুই টেস্ট সিরিজের দলে অনুমিতভাবেই আছেন মুশফিকুর। তাকে রেখেই মঙ্গলবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান। স্কোয়াডে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়।
এই সিরিজ দিয়ে আবার অধিনায়কত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে যান শান্ত। এবার তাকে আবার ফেরানো হয়েছে। থাকবেন ২০২৭ সাল পর্যন্ত।
স্কোয়াডে তাইজুল ও মিরাজের সঙ্গে স্পিনার আছেন হাসান মুরাদ। বিপরীতে পেস বিভাগে রাখা হয়েছে ৪ জনকে। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।
ঢাকা/ইয়াসিন