চারপাশের গ্যাস দ্রুত গ্রাস করা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘চা ১১০৭-৭৬২৬’ নামের দ্রুতগতির গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ভর বৃহস্পতি গ্রহের ভরের পাঁচ থেকে দশ গুণ বলে অনুমান করা হচ্ছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটি গ্যাস ও ধূলিকণার একটি পুরু স্তর দিয়ে আবৃত। দ্রুত বিবর্তনকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গ্রহটি। গ্রহটির পৃষ্ঠ প্রতি সেকেন্ডে ৬০০ কোটি টন গ্যাসের উপাদান গ্রহণ করছে। কয়েক মাস ধরে এই হার হঠাৎ বেড়ে গেছে। বিরল বিস্ফোরণে ঘটনা দেখা যাচ্ছে সেখানে। ধারণা করা হচ্ছে, গ্রহটির চুম্বকীয় আকর্ষণশক্তির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

গ্রহটির চারপাশের ডিস্কে জলীয় বাষ্পের উপস্থিতি এত বেশি মাত্রায় শনাক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। সামগ্রিক তথ্য গ্রহটির গঠনের জটিল, গতিশীল প্রকৃতিকে তুলে ধরছে। গ্রহটির অস্বাভাবিক আচরণ নক্ষত্র ও গ্রহের মধ্যকার সম্পর্ককে চ্যালেঞ্জ করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, কিছু বিপথগামী গ্রহ নক্ষত্রদের মতোই গঠিত হতে পারে। গ্রহটির আকস্মিক বৃদ্ধি প্রথমে ভেরি লার্জ টেলিস্কোপের এক্স-শুটার স্পেকট্রোগ্রাফের মাধ্যমে শনাক্ত করা হয়। পরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও পূর্ববর্তী পর্যবেক্ষণের তথ্যের ভিত্তিতে গ্রহটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

বিপথগামী গ্রহের তীব্র রূপান্তর প্রমাণ করে, বিভিন্ন গ্রহ গঠনের প্রক্রিয়া পূর্বে ধারণার চেয়েও আরও বিশৃঙ্খল ও বিস্ফোরক হতে পারে। এমন তীব্র বিস্ফোরণ বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে পারে আর তার চাঁদের গঠনের গতিপথও পরিবর্তন করতে পারে। আর তাই গ্রহ গঠনের বিদ্যমান তত্ত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে কাজ করছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ রহট র গ রহ র গঠন র

এছাড়াও পড়ুন:

কুমিল্লা-৬: মনোনয়নবঞ্চিত ইয়াসিন সমর্থকদের ফের মশাল মিছিল-বিক্ষোভ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়া হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির শত শত নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের ধর্মসাগরপাড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আরো পড়ুন:

৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি: নাহিদ

এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইয়াছিনের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘অবৈধ প্রার্থী মানি না মানব না’, ‘আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, ‘জেল-জুলুম কারাগারে, ইয়াছিন ভাই’, ‘কুমিল্লার ঘরে ঘরে, ইয়াছিন ভাই”, ‘নেতাকর্মীদের সুখে দুখে, ইয়াছিন ভাই’ এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, মনোনয়ন পাওয়া প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় নন। এ কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তারা মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন।

সোমবার রাতেও কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ইয়াসিনের অনুসারীরা। আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ চলতে থাকে।

স্থানীয় নেতাদের মতে, মনোনয়ন বিতর্ক ও ধারাবাহিক বিক্ষোভে কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার দিকে যাচ্ছে।

তবে অনেকেই আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় নির্দেশনা, স্থানীয় সমন্বয় ও প্রার্থী নির্বাচনের ভারসাম্য মিললে অচিরেই দল অস্থিরতা কাটিয়ে শক্তিশালী নির্বাচনি প্রস্তুতি নিতে পারবে।

নেতাকর্মীরা জানান, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় রয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।

ঢাকা/রুবেল/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ