যে কারণে নবজাতককে খালে ফেললেন মা
Published: 21st, October 2025 GMT
সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দুই কন্যা সন্তানের পর আবারো কন্যা সন্তান জন্ম নেওয়ায় ক্ষোভ থেকে সোমবার (২০ অক্টোবর) রাতে তিনি ঘটনাটি ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ঘটনায় মারা যাওয়া শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার শারমিনকে মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
কক্সবাজারে সহোদর হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় যান। তিনি নবজাতক নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। তার বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিনের সঙ্গে কথা বলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ খালের কচুরিপনার ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে। হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে শারমিন জানান, তাদের আগেই পাঁচ বছর ও দেড় বছরের দুইটি কন্যাসন্তান রয়েছে। পর পর কন্যা সন্তান জন্ম হওয়ায় তিনি ক্ষোভের বশে নবজাতককে বাড়ির পাশের খালে ফেলে দেন। এ ঘটনায় নবজাতকের দাদি মামলা করেছেন। আজ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য নবজ তকক সন ত ন
এছাড়াও পড়ুন:
সতেজ ত্বক ও ঝলমলে চুল পেতে যেসব ফল খাবেন
সুস্থ থাকতে রোজ ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা। ফলমূল শুধু শরীরকে ভেতর থেকেই সুস্থ রাখে না, ত্বক ও চুলের স্বাভাবিক সতেজতা ধরে রাখতেও রোজ ফলমূল খাওয়া চাই। তবে পুষ্টিগুণ বিচারে দেশি ফলগুলো থেকেই উপকার মেলে সবচেয়ে বেশি। ত্বক বা চুলের সৌন্দর্যে প্যাক তৈরির মতো নানা কাজেও ব্যবহার করা যায় নানা ধরনের ফল।
টাটকা অবস্থায় যেকোনো ফল খাওয়া হলে পুষ্টি উপাদানগুলো পাবেন ঠিকঠাক