গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ চালু করেছে তাদের নতুন উদ্যোগ ‘ভালো থাকুন, সব সময়’। বাটারফ্লাইয়ে সব নতুন ও পুরোনো গ্রাহক সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা বিনা মূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা গ্রহণ করতে পারবেন। উদ্যোগটির ব্যবস্থাপনায় রয়েছে আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

সম্প্রতি রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সাকলায়েন রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের ডিএমডি ও সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী, হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, হেড অব প্রোডাক্ট এ এস এম মুনতাসির চৌধুরী, সেলস ম্যানেজার আতাউল্লাহ আরমান এবং আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মো.

জোবায়ের খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সাকলায়েন রাসেল বলেন, ‘প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার এই সংযোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের সমাজে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।’

বাটারফ্লাই গ্রুপে সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, ‘এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সরকারের পাশাপাশি মেডিকেল কনসাল্টেশন সেবা বিনা মূল্যে হাউস অব বাটারফ্লাইয়ের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’

গ্রাহকেরা হাউস অব বাটারফ্লাই শোরুম, ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ১৬৫৭১ নম্বরে কল করে অফার সম্পর্কে জানতে পারবেন। নির্ধারিত গুগল ফরমে নাম, ফোন নম্বর ও ই–মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাচাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে (সরকারি ছুটি ব্যতীত) রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার পর সেবাটি নেওয়া যাবে ০৯৬৪ ৩১১৬৭৬১ নম্বরে কল করে। ক্যাম্পেইনটি চলবে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।

সম্পর্কিত নিবন্ধ