বাটারফ্লাই গ্রুপের ফ্রি মেডিকেল কনসালটেশন সেবা
Published: 4th, November 2025 GMT
গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ চালু করেছে তাদের নতুন উদ্যোগ ‘ভালো থাকুন, সব সময়’। বাটারফ্লাইয়ে সব নতুন ও পুরোনো গ্রাহক সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা বিনা মূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা গ্রহণ করতে পারবেন। উদ্যোগটির ব্যবস্থাপনায় রয়েছে আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
সম্প্রতি রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সাকলায়েন রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের ডিএমডি ও সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী, হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, হেড অব প্রোডাক্ট এ এস এম মুনতাসির চৌধুরী, সেলস ম্যানেজার আতাউল্লাহ আরমান এবং আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মো.
প্রধান অতিথির বক্তব্যে সাকলায়েন রাসেল বলেন, ‘প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার এই সংযোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের সমাজে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।’
বাটারফ্লাই গ্রুপে সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, ‘এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সরকারের পাশাপাশি মেডিকেল কনসাল্টেশন সেবা বিনা মূল্যে হাউস অব বাটারফ্লাইয়ের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’
গ্রাহকেরা হাউস অব বাটারফ্লাই শোরুম, ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ১৬৫৭১ নম্বরে কল করে অফার সম্পর্কে জানতে পারবেন। নির্ধারিত গুগল ফরমে নাম, ফোন নম্বর ও ই–মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাচাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে (সরকারি ছুটি ব্যতীত) রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার পর সেবাটি নেওয়া যাবে ০৯৬৪ ৩১১৬৭৬১ নম্বরে কল করে। ক্যাম্পেইনটি চলবে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে নিহত ৮
ভারতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছে। আহত আরো অনেকে। তবে এদের মধ্যে ১৬-১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী ট্রেনটি বিলাসপুরের দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি যে লাইনে ছিল, তার আগেই একটি মালগাড়ি ছিল। পিছন থেকে এসে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা মারে ওই মালগাড়িতে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একাংশ। দুমড়েমুচড়ে যায় ট্রেনের ইঞ্জিনটি। কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে,সিগন্যাল ‘লাল’ থাকা সত্ত্বেও যাত্রীবাহী ট্রেনটি নিয়ে এগিয়ে গিয়েছিলেন লোকো পাইলট। সিগন্যাল উপেক্ষা করার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) পর্যায়ে তদন্ত হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পর প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কেও সুপারিশ করা হবে।
ঢাকা/শাহেদ