আশুলিয়ায় চোর সন্দেহে নারীকে বেঁধে নির্যাতন
Published: 4th, November 2025 GMT
ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অটোরিকশা চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করা হয়।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে, এখন পর্যন্ত নির্যাতনের শিকার ওই নারী বা তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদের পরিচয় জানা যায়নি।
ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী বোরকা পরা এক নারীকে রাস্তায় ফেলে রশি দিয়ে হাত বেঁধে রেখেছেন এক ব্যক্তি। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ওই নারীকে ঘিরে রেখে প্রশ্ন করছিলেন, তিনি অটোরিকশা চোর কি না? নির্যাতনের শিকার নারী তখন নিজেকে নির্দোষ দাবি করে বারবার অনুনয় করছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি রশি ধরে টেনে-হিঁচড়ে তাকে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে লোকজন আবারও তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই নারী জানান, পেটের দায়ে তিনি যৌনকর্মী হিসেবে কাজ করেন, তবে চুরি করেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী স্থানীয় ব্যক্তি বলেন, “সকালে আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি, এক নারীকে কয়েকজন বেঁধে মারধর করছে। আমি তাদের নিষেধ করেছিলাম, কিন্তু কেউ শোনেনি। ভিডিও করে চলে আসি। পরে জানতে পারি, ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। তবে, স্থানীয়রা তেমন কোনো তথ্য দিতে পারেননি। তবু, আমরা বিষয়টি তদন্ত করছি। ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
ঢাকা/সাব্বির/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাশমিকা–বিজয়ের বিয়ে কবে, কোথায়
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বাগদানের খবরটি পুরোনো। বিয়েটা কবে, কোথায় করছেন—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে।
বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এক প্রতিবেদনে ইন্ডিয়া ফোরামস লিখেছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে সারবেন রাশমিকা ও বিজয়।
সংবাদমাধ্যমটি লিখেছে, ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরিবার। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা।
এর আগে ২ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে বাগদান করেছেন তাঁরা। দুজনের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
যদিও বিজয় ও রাশমিকার একসঙ্গে ছুটি কাটানো বা ঘনিষ্ঠ সময় কাটানোর নানা খবর এরই মধ্যে ছড়িয়েছে। তাঁরা কখনো প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। এ পর্যন্ত তাঁদের পক্ষ থেকে বাগদান বা বিয়ে—কোনো কিছুরই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ২০১৭ সালে ‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে প্রেম করছেন রাশমিকা। ওই বছরই প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগদান সারেন। পরে বাগদান ভেঙে যায়।
আরও পড়ুনবাগ্দান সারলেন রাশমিকা–বিজয়, বিয়ে কবে০৪ অক্টোবর ২০২৫সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়