আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ঘোষণার পরপরই শুরু হয় আলোচনা। মুশফিকুর রহিম ঘরের মাঠে শততম টেস্ট খেলবেন। 

৯৮ টেস্ট খেলে মুশফিকুর এখন আছেন শীর্ষে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর। যে টেস্ট ম্যাচ দিয়ে মুশফিকুর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁবেন।

দুই টেস্ট সিরিজের দলে অনুমিতভাবেই আছেন মুশফিকুর। তাকে রেখেই মঙ্গলবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান। স্কোয়াডে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়।

এই সিরিজ দিয়ে আবার অধিনায়কত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে যান শান্ত। এবার তাকে আবার ফেরানো হয়েছে। থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। 

স্কোয়াডে তাইজুল ও মিরাজের সঙ্গে স্পিনার আছেন হাসান মুরাদ। বিপরীতে পেস বিভাগে রাখা হয়েছে ৪ জনকে। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মুশফিকুর রহিমের সেঞ্চুরি নম্বর ‘উনিশ’

বাড়তি ঝুঁকি নিয়ে শটটা খেললেন মুশফিকুর রহিম। পেসার এনামুলের শর্ট বল উইকেট থেকে সরে স্কুপ করলেন উইকেটের পেছনে। ঠিকঠাক টাইমিং মিলেছিল।

বল উইকেটের পেছনে কিপারের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। গড়িয়ে গেল সীমানায়। মুশফিকুর পেঁছে গেলেন সেঞ্চুরির ঠিকানায়। ৯৬ থেকে তার রান একশতে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি নম্বর উনিশ। জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি আছে ১২টি। বাকিগুলো ঘরোয়া ক্রিকেটে।

গতকাল এনামুলের দ্রুতগতির বাউন্সার তার হেলমেটে আঘাত করে। এছাড়া বুক বরাবর বাউন্সে মুশফিকুরের পরীক্ষা নিচ্ছিলেন ডানহাতি পেসার। সেই পরীক্ষায় উতরে গতকাল ৯৩ রানে অপরাজিত ছিলেন।

আজ সকালে ফিরে তুলে নেন সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছুঁতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কাও ছিল। আগের দিনের অপরাজিত ব‌্যাটসম‌্যান ইবাদত ও খালেদ দিনের শুরুতে দ্রুত আউট হন। ক্রিজে আসেন সিলেটের শেষ ব‌্যাটসম‌্যান নাবিল সামাদ। লেজের ব‌্যাটসম‌্যানদের নিয়ে পরীক্ষা দিতে হয় মুশফিকুরকে।

এজন‌্য বাড়তি ঝুঁকি নিয়ে শট খেলার চেষ্টা। তাতে সফল হয়ে সেঞ্চুরি পেয়ে খ‌্যাপাটে উদযাপন করেছেন। বোলারের দিকে ছুঁড়ে দেন মুষ্টিবদ্ধ হাত। হেলমেটের ফাঁকে তার রাগান্বিত মুখটাও ফুটে উঠে।

কিছুদিন পরই আয়ারল‌্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজটি মুশফিকুরের জন‌্য হতে যাচ্ছে বড় মাইলফলক ছোঁয়ার মঞ্চ। ঢাকায় দ্বিতীয় ম‌্যাচটি হতে যাচ্ছে মুশফিকুরের ক‌্যারিয়ারের শততম টেস্ট ম‌্যাচ। ৯৮ টেস্ট খেলে এরই মধ‌্যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ‌্যে শীর্ষে আছেন তিনি। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বরে। ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার হাতছানি তার। এর আগে নিশ্চিতভাবেই এই সেঞ্চুরি, রান করা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিকুর রহিমের সেঞ্চুরি নম্বর ‘উনিশ’