নতুন মৌসুম নিয়ে আবারো ফিরছে পারিবারিক বিনোদনমূলক টিভি অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। খুব শিগগির শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন। আগের মতোই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এই ঘোষণা দেয়। তারা জানান, ডিসেম্বরেই শুরু হবে নতুন মৌসুমের শুটিং। এবারের সিজনে থাকবে আরো বেশি হাসি, মজা ও পারিবারিক প্রতিযোগিতা। পাশাপাশি নতুন মৌসুমে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি। 

আরো পড়ুন:

গান ছাড়ার পেছনের কারণ জানালেন তাহসান

ঢাকায় দুই-একটা ইভেন্ট করেই সংগীতজীবনের ইতি টানবেন তাহসান

তাহসান খান বলেন, “ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের একসঙ্গে বসে আনন্দ ভাগাভাগি করতে উৎসাহিত করেছে। এখানে আছে হাসি, মজার তর্ক-বিতর্ক আর বোঝাপড়ার আনন্দ। নতুন সিজনে সারা দেশের আরো অনেক পরিবারকে যুক্ত করে তাদের সঙ্গে হাসতে ও স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।” 

আয়োজকদের তথ্যমতে, প্রথম সিজন ছিল বিশাল সাফল্যমণ্ডিত। বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির মোট ভিউ ছাড়িয়েছে ১০০ কোটিরও বেশি, আর ২.

৫ কোটিরও বেশি ইউনিক দর্শক এতে সম্পৃক্ত ছিলেন। সিজন–১ এখনো বিনামূল্যে দেখা যাচ্ছে বঙ্গতে, যেখানে দর্শকরা আবারো উপভোগ করতে পারেন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো। 

ইতোমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের রেজিস্ট্রেশন। সারাদেশের পরিবারগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, হাসতে ও মজার চ্যালেঞ্জ নিতে চান—তাদের জন্য এটি হতে যাচ্ছে অন্যরকম একটি অভিজ্ঞতা। 

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। তাতে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার, আর প্রতি পর্বে ছিল হাস্যরস, আবেগ আর পারিবারিক খুনসুটি। সেই মৌসুমে মোট ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ দ্বিতীয় সিজনে অতীতের সাফল্য ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক অন ষ ঠ ন পর ব র

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরো পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ