সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পুড়িয়া হেরোইনসহ নাদিম (২২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিল পাড়া বিহারী ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাদিম সিদ্ধিরগঞ্জের বিহারী কলোনী এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমজী বিহারী ক্যাম্পের পানির ট্যাংকির নিচে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে সে পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকের পর নাদিমের দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত নাদিম দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 
মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে।

তিনি নিশ্চিত করেন যে, আটক নাদিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব যবস য় ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

এনজিবির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মশক নিধন কর্মসূচি

মশা মারার চেয়ে মশার জন্মস্থান ধ্বংস করাই বেশি কার্যকর"এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  সহযোগিতায় নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এবং আদমজী যুব সমাজের উদ্যোগে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। 

 

 মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার স্কুল, মাদরাসা সহ বিভিন্ন বাড়ির গলি ও ময়লা জমে থাকা স্থানে মশা মারার ঔষুধ স্প্রে করা হয়েছে এবং ময়লার স্তূপ গুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। 

 

এ উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের মশক নিরসন কর্মকর্তা মোঃ মামুন, এনজিবির আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, আদমজী ব্লাড ডোনারস এর সভাপতি মোঃ শান্ত আহমেদ, মোঃ সোহেল, এনজিবি সিদ্ধিরগঞ্জ এর প্রতিনিধি মোঃ নাসির, মোঃ ফাহিম সহ অন্যান্য সদস্যরা। 

 

মশার ঔষুধ ছিটিয়েছেন ৬নং ওয়ার্ডের দায়িত্বে থাকা মশক নিয়ন্ত্রণ কর্মী মোঃ বাবু মিয়া, মো হানিফ, মো আহসানুল্লাহ, মোঃ নূর আলম, মো আকবর

 

এনজিবির আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কে আজ আমরা সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শুধুমাত্র সচেতনতা নয়, এখন আমাদের প্রয়োজন সক্রিয় অংশগ্রহণ। প্রতিটি পরিবার, প্রতিটি মহল্লা, প্রতিটি প্রতিষ্ঠান যদি নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখে, তবেই আমরা এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারব এবং ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে সফল হবো।

​মনে রাখবেন, সচেতনতাই হলো ডেঙ্গু প্রতিরোধের শ্রেষ্ঠ হাতিয়ার। আপনার একটি ছোট পদক্ষেপ সুরক্ষিত রাখতে পারে একটি জীবন, একটি পরিবার, একটি জাতিকে।

 

আদমজী ব্লাড ডোনারস এর সভাপতি শান্তু আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।  নিজেদের বাড়ি যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি সমাজ কেও পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। ডেঙ্গু নিরসনে আমাদের সকলের আরো অনেক সচেতন হতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো।

সম্পর্কিত নিবন্ধ

  • এনজিবির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মশক নিধন কর্মসূচি