মহানগর
পরাজিত হতে দেখে—
তোমার তীরবর্তী নদীটিও
হেরে যায়, ঢেউয়ের শব্দে
ঢেউ তুলছে রঙিন আঁধার
এসব পুরোনো দিনে
আমকাঠের বসত জুড়ে থাকি
বনজ দেশজ সব ছায়ায়
শুয়ে, আমাদের মাঝে—
পাকা ফলের ঊর্ধ্বমুখী
গান, গন্ধ আর গুলির বর্ষণ
কেননা বিজয় তোমারই
পাকা ধান আর পোকার দরদে
জমিনের গতরে জেগে আছে
ঢাকাগামী মহানগর হুইসেল
একা অন্তর্লীন একটি তরুণ
কয়েকটি দশক
কিছুটা তরল নমনীয় সময়
সন্ধ্যার ভেতর দলা পাকিয়ে ফেলছে
আমায়, চেয়েছে সংক্ষিপ্ত হোক
পথ ও আনুষঙ্গিক অনুশোচনা যত
এই মাটিরও কি দায় আছে
সমস্ত সৃষ্টির নীরবতায়
ডুবে ডুবে ভেসে ওঠে মীন হৃদয়
বিরহ ও প্রেমের নিম্নমুখী টানে
ভাটির দেশ প্লাবিত তোমাদের জ্যোৎস্নায়
তারা হৃদয় শাসন করে নেমেছে বিলে
দুজনের বিপরীত আলো-অন্ধকার ধরে
পঁচিশে ছুঁয়েছি নিজের মূলাঘাত শূন্যতা
মুখোমুখি হওয়ার সমস্ত ক্লান্তি
অফিস ডেস্কজুড়ে স্বদেশের ক্লান্ত হর্ন
তাই তো আমার রক্ত–মাংস আঘাত করে
ইউরোপীয় ঠান্ডা বিয়ার ফুটবলের উন্মাদ
তবুও পা–গুলো চলে পেশির জোরে
মাথা ঘামছে টাকার জৌলুশে
তুমি আছ অমীমাংসিত বন্ধনে
অথচ চব্বিশ ছিল আরও রহস্যের
মেঘের চেয়েও আরাম ছিল
ভুনা পাঙাশ আর সাদা ভাতের ফাঁকে
স্বপ্নহীন অগণিত আয়েশ।
কোথাও কোনো অর্থ নেই
মূল্য যদি কিছুর হতে হয়
তীব্র সকালটির করো—
স্ফূর্ত নীলের অববাহিকায়
মেঘ হতে হতে কুচকুচে
বীজতলায় নতুনের সম্ভাবনা
বুনে দাও অথবা
খুঁজতে থাকো অপ্রিয় সব
কথন, বিরক্তির ভেতর
ক্রোধের ওপাশে কোথায়
শেষ হচ্ছে আমাদের প্রান্তর
সমুদ্রের লবণ
সূর্যের দহন
দ্বিতীয় স্থান, পেছনের সারি
অনেকগুলো বিকল্পের কাতারে
শেষ ব্যক্তিটি আমি
শেষ বিন্দুটি পার হলে
শিকল থেকে নরম শিখরে
শাখাযুক্ত উপশাখাটি আমি
আন্ডার কনস্ট্রাকশন
বিলুপ্ত হবে হবে এমন
তারপরও
যেখানে বৃত্তের পরিসীমা
কিংবা সমকোণী ত্রিভুজ
খালি রেখেছে অনেক মাপ
পরিমাণে কম হয়ে সেখানেও
শূন্য হতে হয়েছে পুণ্যে
নত হতে হয়েছে নির্গুণে
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌন হয়রানি: বেরোবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) যৌন হয়রানির অভিযোগের পরবতীতে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইমদাদুল হকের সই করা এক নোটিশে বলা হয়, বিভাগীয় জরুরি সভায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এক নারী শিক্ষার্থী প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধানের কাছে ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জমা দেন।
আরো পড়ুন:
শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
ঢাবি প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
অভিযোগ এখন তদন্তাধীন রয়েছে। ফলে সব ধরনের একাডেমি কার্যক্রম থেকে ডা. শাকিবুলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার বিভাগ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ইমদাদুলের নোটিশে বলা হয়, “২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় এক জরুরি সভায় ড. শাকিবুল ইসলামের কাছে বণ্টন করা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্সগুলো পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রিচার্স প্রজেক্ট কোর্সে সুপারভাইজার ও দ্বিতীয় পরীক্ষকের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তাতে আরো বলা হয়েছে, চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সদস্য হিসেবেও তাকে আর রাখা হবে না। ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এম.এস.সি. ২০২৪-২৫ প্রোগ্রাম থেকেও সম্পূর্ণভাবে বিরত রাখা হবে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ইমদাদুল বলেন, “আমাদের ২০-২১ সেশনের এক নারী শিক্ষার্থী বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ জমা দেন। তার পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ড. শাকিবুল ইসলামকে ওই ব্যাচের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেহেতু ভুক্তভোগী প্রশাসন বরাবরও অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি যৌন নিপীড়ন সেলে গিয়েছে; পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা এখনো অবগত নই।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং যৌন-নিপীড়ন সেলের সদস্য সচিব ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে ১০ দিনের সময় বেঁধে দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
ঢাকা/সাজ্জাদ/রাসেল