ক্রিকেট ক্যারিয়ারই শেষ উইলিয়ামসের, কারণ মাদকাসক্তি
Published: 4th, November 2025 GMT
ক্রিকেট ক্যারিয়ারই তাহলে শেষ হয়ে গেল জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামসের! জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়ে দিয়েছে, উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না।
গত মাসে হওয়া আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন উইলিয়ামস। তবে তাঁকে দলে ব্রাত্য করে দেওয়ার সিদ্ধান্ত শুধু এ কারণে নয়। মূল কারণ তাঁর মাদকাসক্তি!
জেডসি জানিয়েছে, উইলিয়ামস স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে যোগ দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ডোপ টেস্টে ধরা পড়ার আশঙ্কায় নিজেকে দল থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। পরে বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে তিনি স্বীকার করেন, কিছুদিন ধরে তিনি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন। যে কারণে হয়তো তাঁর ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে গেছে বলা যায়।
উইলিয়ামস স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে যোগ দিয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম বাংলাদেশে কী করছেন
আট বছর পর আবারও বাংলাদেশে এসেছেন হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে এই সপ্তাহে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউনিসেফ।
গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটান।
রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন অরল্যান্ডো ব্লুম