রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পোশাককর্মী। এই হত্যাকাণ্ডের জন্য তাঁর স্বামীকে সন্দেহ করছে পুলিশ।  

গতকাল সোমবার দিবাগত রাতে সুরভীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার প্রথম আলোকে বলেন, গত রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুরের মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুরভীর স্বামী আশিক মোল্লাহ তাঁকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়ে যান।

সুরভীর বড় ভাই হৃদয় খান জানিয়েছেন, তাঁরা পুলিশের মাধ্যমে গত রাত ১০টায় জানতে পারেন যে তাঁর বোনকে হত্যা করা হয়েছে।

ছয় বছর আগে আশিকের সঙ্গে সুরভীর বিয়ে হয়। তাঁদের ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে। তবে সুরভীর সঙ্গে তাঁদের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না বলে জানান তাঁর ভাই হৃদয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ডেঙ্গু নিধন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরীতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ দেলোয়ার হোসেন। দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী ও সিনিয়র আর্টিস্ট মোঃ কাউসার মাহমুদ।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান এ্যাড. নাদিরা আক্তার নীরা ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোক্তার হোসেন এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আল আমিন তুষার।

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমরান হোসেন, এরশাদ হুসাইন অন্য, হুমায়ুন কবির, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নৃত্যশিল্পী মিলন প্রমূ
 

সম্পর্কিত নিবন্ধ