শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটান সম্পর্কে নতুন এক তথ্য প্রকাশ করেছেন সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি ও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, প্রচলিত রসায়নের নিয়মের বাইরে টাইটানে পানি ও তেলের মিশ্রণের খোঁজ পাওয়া গেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, টাইটানের পরিবেশে রসায়নের অন্যতম মৌলিক নিয়মের ব্যত্যয় ঘটছে। কারণ, টাইটানের তীব্র ঠান্ডা পরিবেশে এমন পদার্থও মিশ্রিত হতে পারে, যা সাধারণত মেশে না।
পিএনএএস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে পোলার ও ননপোলার অণু সাধারণত একে অপরের সঙ্গে মেশে না। পৃথিবীতে একই ধরনের জিনিস একই ধরনের জিনিসের সঙ্গে মেশার নীতি সহজে কাজ করে। পোলার অণু যেমন পানিতে আধানের অসম বণ্টন নিয়ে গঠিত হয়। অন্যদিকে ননপোলার অণু যেমন তেল একটি ভারসাম্যপূর্ণ আধান বহন করে। এই পার্থক্যের কারণে তারা একে অপরকে বিকর্ষণ করে ও ভিন্ন ভিন্ন স্তর তৈরি করে। অন্যদিকে টাইটানের পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় বলে সেখানকার পরিস্থিতি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা।
চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানী রাম বলেন, ‘টাইটানে পদার্থের মধ্যে অপ্রত্যাশিত মিথস্ক্রিয়া আবিষ্কার করেছি আমরা। টাইটানের ভূতত্ত্ব আর হ্রদ, সমুদ্র ও বালিয়াড়ির মতো এর অদ্ভুত ল্যান্ডস্কেপ সম্পর্কে আমাদের আরও জানা প্রয়োজন। সেখানে হাইড্রোজেন সায়ানাইডের উপস্থিতি আছে। নতুন এই অনুসন্ধান আমাদের বুধ গ্রহের সমান একটি বিশাল চাঁদ সম্পর্কে আরও বেশি জানার সুযোগ করে দিয়েছে।’
বিজ্ঞানীরা টাইটানের তথ্য জানতে পৃথিবীর পরীক্ষাগারে বায়ুমণ্ডল ও পৃষ্ঠের পরিস্থিতি অনুকরণ করে কাজ করেছেন। গবেষণাগারে দেখা গেছে, হাইড্রোজেন সায়ানাইড ও হাইড্রোকার্বন (মিথেন ও ইথেন) পোলার ও ননপোলার অণু। এসব অণু কঠিন আকারে টাইটানে সহ-কেলাসিত হতে পারে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ইট ন র
এছাড়াও পড়ুন:
ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প
বন্দরে ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় উল্লেখিত সংগঠনের কার্যালয়ে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী ফারুকুল ইসলাম জানান, এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত নারী পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পরে সংগঠনের নেতৃবৃন্দরা বেশ আনন্দিত।
আমাদের সংগঠনটি সমাজ সেবা মূলক সংগঠন। সমাজের অসহায় মানুষদের সেবা ও তাদের পাশে থাকা আমাদের মূল লক্ষ। আমরা ২ শতাধিক অসহায় নারী ও পুরুষদের ডায়াবেটিস, রক্ত গ্রুপ নির্নয়সহ বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেছি।
ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী তরিকুল ইসলাম তারেক, সহ সভাপতি সাগর, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী সাঈদ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জয় ও রকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক মুছা মিয়া, দপ্তর সম্পাদক কাজী মিতুল, সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি আলাউল খালিদ ও সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমুখ।