প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
Published: 4th, November 2025 GMT
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন সম্পাদকসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মীরা।
রিপোর্টিং বিভাগের সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মো.
সমন্বিত বার্তা বিভাগে পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম ও সহসম্পাদক মো. আল আমিন সজীব। বিশাল বাংলা বিভাগে পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক মো. মাহবুব আলম।
এ বছর ফিচার বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন সহকারী ফিচার সম্পাদক মো. মাহফুজুর রহমান; কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক কে এম লতিফুল হক; আলোকচিত্রী বিভাগে পেয়েছেন বিশেষ ফটোসাংবাদিক মোহাম্মদ জাহিদুল করিম; ভিডিও বিভাগের সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর মো. আবদুল্লাহ আল হোসাইন; ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগের ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট নির্বাহী মো. আবু তাহের; চট্টগ্রাম অফিসের সহসম্পাদক ইফতেখার উদ্দিন এবং হালফ্যাশনের সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর নাদিমা জাহান।
প্রথম আলোর প্রতিনিধিদের মধ্যে এবার সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান এবং ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মো. মোস্তাফিজুর রহমান।
সাংবাদিকতার বাইরে অন্যান্য বিভাগ থেকে আরও যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন অ্যাড সেলস, বিজ্ঞাপন সেলসের ব্যবস্থাপক ওমানা ইসলাম; ডিজিটাল বিজনেসের অ্যাড সেলসের উপব্যবস্থাপক মো. সেলিম উদ্দিন; সার্কুলেশন সেলস ম্যাগাজিনের জ্যেষ্ঠ নির্বাহী মো. রেজাউর রহমান; সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইও অ্যান্ড আ্যনালিটিকসের ম্যানেজার মাজহারুল হক; তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল টেকনোলজির সহকারী ব্যবস্থাপক মিঠুন কুমার অধিকারী; অর্থ ও হিসাব বিভাগের নির্বাহী রায়হান হোসেন; প্রশাসন বিভাগ রক্ষণাবেক্ষণ সুপারভাইজার মনিরুল ইসলাম রতন; আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের সিনিয়র গ্রাফিক ডিজাইনার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মার্কেটিং (প্রথমা) উপব্যবস্থাপক কাউছার আহম্মেদ।
কর্মী ছাড়াও সেরা দল হিসেবে পুরস্কার পেয়েছে গোলটেবিল বিভাগ, আঞ্চলিক বিজ্ঞাপন দল ও বিশাল বাংলা বিভাগ।
সহকর্মীদের লেখা প্রতিযোগিতায় সাংবাদিকতা বিভাগের মধ্যে প্রথম হয়েছেন বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম; দ্বিতীয় বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং তৃতীয় ক্রীড়া বিভাগের স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। এ ছাড়া সাংবাদিকদের বাইরে প্রথম হয়েছেন প্রশাসন বিভাগের (বগুড়া অফিস) সহকারী ব্যবস্থাপক (স্টোর, বিতরণ ও প্রশাসন) মাহমুদুল হাসান; দ্বিতীয় মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক সঞ্চিতা সাহা এবং তৃতীয় সোশ্যাল মিডিয়া বিভাগের জুনিয়র মডারেটর সৌমেন্দ্র গোস্বামী।
বিভাগভিত্তিক ভিডিও প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলোকচিত্রী বিভাগ, দ্বিতীয় বিনোদন বিভাগ এবং তৃতীয় ফিচার বিভাগ।
‘প্রথম আলোকে কতটা জানি’ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ মনজুর কাদের জিলানী, দ্বিতীয় হয়েছেন একই বিভাগের নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল আলম এবং তৃতীয় হয়েছেন হিসাব বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম হয় ছ ক ম হ ম মদ প রথম আল র রহম ন ল ইসল ম কনট ন ট হয় ছ ন
এছাড়াও পড়ুন:
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
দেশের সবচেয়ে পাঠকপ্রিয় সংবাদপত্র প্রথম আলো আজ মঙ্গলবার (৪ নভেম্বর) উদ্যাপন করছে প্রতিষ্ঠার ২৭তম বর্ষপূর্তি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় চলবে নানা আয়োজন। চলছে প্রথম আলোর লেখক–সুধী পাঠক আর শুভানুধ্যায়ীদের নিয়ে সম্মিলনীর প্রস্তুতি। কাগজে, অনলাইনে, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে প্রথম আলোর বিভিন্ন আয়োজন।
প্রথম আলো কাগজটি মোট ৪ দিন প্রকাশিত হবে বর্ধিত কলেবরে। ৪ দিনে থাকবে ৪টি ক্রোড়পত্র। এতে লিখেছেন নিজ নিজ ক্ষেত্রে সেরা লেখকেরা। থাকবে দেশবরেণ্য শিল্পীদের আঁকা প্রচ্ছদ।
৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বের হয়েছে ‘বৈষম্য পেরিয়ে’।
২০২৪ সালের বিপুল অভ্যুত্থানে ছাত্র–জনতা পথে এসেছিল বৈষম্যের বিলোপ চেয়ে। এই ক্রোড়পত্রে লেখকেরা খুঁজে দেখেছেন রাষ্ট্রের ক্ষমতাকাঠামোয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাজনীতির অঙ্গনে বৈষম্যের রূপ। খোঁজার চেষ্টা করেছেন উত্তরণের উপায়।
৫ নভেম্বর ২০২৫, বুধবার প্রকাশ পাবে ‘বৈষম্যের অন্দরে’
সমাজ আর জনগোষ্ঠীর গভীরে থেকে যাওয়া বৈষম্য প্রতিফলিত হয় রাষ্ট্রে। আবার রাষ্ট্রীয় বৈষম্য সামাজিক বৈষম্যকে ভিত্তি দেয়। দেশের নারী–লেখক ও ভাবুকেরা উন্মোচন করে দেখিয়েছেন সমাজে ছড়িয়ে থাকা নানা বৈষম্যের চেহারা।
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার আসছে ‘তারুণ্যের দিগন্ত’
তরুণদের সামনে নতুন পৃথিবীর আহ্বান। কিন্তু সে আহ্বানে সাড়া দেওয়ার পথে শত বাধা ও বৈষম্যের প্রাচীর। আবার তরুণেরাই সেসব বৈষম্যের বাধা উপড়ে ফেলে এগিয়ে চলেন। তরুণদের পথের সেসব বাধা আর বাধা পেরোনোর গল্প নিয়ে এই ক্রোড়পত্র।
৭ নভেম্বর ২০২৫, শুক্রবার প্রকাশিত হবে ‘আলোর গল্প’
সাংবাদিকতা শেষ পর্যন্ত জনমানুষের জন্য। সত্য ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রথম আলো সেসব মানুষের প্রতি দায়বদ্ধ। প্রথম আলোর নানা উদ্যোগের লক্ষ্যও মানুষ। এই ক্রোড়পত্র গত একটি বছরে প্রথম আলোর সঙ্গে মানুষের সম্পর্কের গল্পের সমাবেশ।
অনলাইনে থাকছে আকর্ষণীয় আয়োজন
লেখা, ছবি, ভিডিও, পডকাস্টসহ নানা কনটেন্ট দিয়ে সাজানো হবে প্রথম আলো ডটকম। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দালোকিত দিনগুলোতে প্রথম আলো ডটকম থাকবে জমজমাট। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোতে প্রথম আলোর ফলোয়ারদের জন্য থাকবে বাড়তি কিছু, উৎসবের উপহার।
এরই মধ্যে সারা দেশে প্রথম আলোর শতাধিক বন্ধুসভা ‘একটি করে ভালো কাজ’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। দেশের বিভিন্ন স্থানে সুধী সম্মিলনী আয়োজনের জন্য প্রথম আলোর প্রতিনিধিদের সঙ্গে বন্ধুসভা কাজ করে চলেছে উৎসাহের সঙ্গে। ঢাকা বন্ধুসভাও ১৩ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে বন্ধুদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
২০২৩ সালে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘হারবে না বাংলাদেশ।’ গত বছর প্রথম আলো বলেছিল ‘জেগেছে বাংলাদেশ’। সত্যে তথ্যে ২৫, সত্যে তথ্যে ২৬ পেরিয়ে এল ২৭ বছর পূর্তির উৎসব।