চাঁপাইনবাবগঞ্জে প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস
Published: 2nd, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- খয়রাবাদ এলাকার আব্দুস সামাদের মেয়ে মো. টুসি খাতুন (২৪) ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার আঁড়গাড়াহাটের মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব (২৬)
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, “ওড়না গলায় পেঁচিয়ে টুসি ও রাকিব মাফলার গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। এতেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল টুসি ও আব্দুর রাকিবের। শনিবার রাতে টুসি শ্বশুর বাড়িতে আব্দুর রাকিব আসলে লোকজন টের পায়। তখনই ঘরের দরজা বন্ধ করে দেয় তারা। স্থানীয় লোকজন ঘরের দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। এসময় ভিতরে ঢুকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
ঢাকা/শিয়াম/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।
যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।
অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগেউত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।
কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।