চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- খয়রাবাদ এলাকার আব্দুস সামাদের মেয়ে মো. টুসি খাতুন (২৪) ও  তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার আঁড়গাড়াহাটের মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব (২৬)

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, “ওড়না গলায় পেঁচিয়ে টুসি ও রাকিব মাফলার গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। এতেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল টুসি ও আব্দুর রাকিবের। শনিবার রাতে টুসি শ্বশুর বাড়িতে আব্দুর রাকিব আসলে লোকজন টের পায়। তখনই ঘরের দরজা বন্ধ করে দেয় তারা। স্থানীয় লোকজন ঘরের দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। এসময় ভিতরে ঢুকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঢাকা/শিয়াম/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।

মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

সম্পর্কিত নিবন্ধ