গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩
Published: 5th, February 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাব নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে শশাভর্তি পিকআপ নিয়ে গাজীপুর যাওয়ার সময় হরিদেবপুর এলাকায় আসলে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় খাদ থেকে নিহত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন প কআপ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ