তাওহিদ হৃদয় হাফ সেঞ্চুরি করে নিজের ফেসবুক পেজে তামিমকে অভিভাবক হিসেবে সম্মান দেখালেন। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান ভালোবেসে তামিমকে দলের ‘স্বত্বাধিকারী’ বলে মিডিয়ার সামনে তুলে ধরেছেন। বলতে গেলে দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে প্রেরণা হয়ে আছেন অধিনায়ক। এই ভালোবাসা তামিমকে দারুণভাবে স্পর্শ করে। তিনি বরিশাল দলটিকে একটি পরিবারের মতো করে আগলে রেখেছেন প্রথম থেকেই।
বিসিবির নিরাপত্তা কর্মকর্তাদের ভাষায়, ‘হোটেলে তামিম ভাইয়ের রুমের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকে।’ ফরচুন বরিশাল স্কোয়াডের সবার কাছে পরিবারের মতো। এই দল মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো সিনিয়র ক্রিকেটারকে যেমন ধারণ করেছে, তেমনি উদীয়মান ইকবাল হাসান ইমনকেও। অধিনায়কের ছাতার তলে সবাই সম্মানিত। এ কারণেই জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে থেকেও দলের একনিষ্ঠ সদস্য। তারা সবাই এক দল ও অভিন্ন লক্ষ্য নিয়ে খেলেছেন। এই একসুতায় বাঁধতে পারাই বরিশালের ফাইনালে উন্নীত হওয়ার রহস্য। অন এবং অফ দ্য ফিল্ড ঈর্ষণীয় বন্ধন গড়ে তুলেছেন অধিনায়ক তামিম, যার নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ফরচুন বরিশাল।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে একাদশ বিপিএলের উদ্বোধনী ম্যাচ ছিল বরিশালের। দুর্বার রাজশাহীর বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচটি জিতেছিল মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে। তারকায় ঠাসা দলটি পরের ম্যাচেই হেরেছিল রংপুর রাইডার্সের কাছে। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ খেলে সিলেটে পাড়ি জমায়। তিন ম্যাচ খেলে একটিতে পরাজিত। রংপুরের কাছে ফিরতি ম্যাচটিও হেরে যায় শেষ ওভারের নাটকীয়তায়। নুরুল হাসান সোহানের বীরোচিত এক ওভারের ব্যাটিং বরিশালকে বিপর্যস্ত করে দেয়। সেখান থেকেই একজন দক্ষ নাবিকের মতো হাল ধরেন তামিম।
চিটাগং পর্বের টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে খেলা অনেকটাই নিশ্চিত করে ঢাকায় ফেরে। শেষ চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ার খেলে বরিশাল। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে ম্যাচ জিতে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চিটাগং কিংস বা খুলনা টাইগার্সের যে কোনো এক দল। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা।
বরিশালের অধিনায়ক প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, কম্বিনেশন ঠিক করতে প্রথম দিকে বেশির ভাগ ক্রিকেটারকে সুযোগ দেবেন। নাজমুল হোসেন শান্ত সে সুযোগ পেয়েছেন। তাইজুল ইসলামও দুটি ম্যাচ খেলেছেন। টিম ম্যানেজমেন্ট শেষে টপঅর্ডারে বেছে নেয় তাওহিদ হৃদয় ও ডেভিড মালানকে। দেশি-বিদেশি ব্যাটারের সমন্বয় করার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, ডান হাতি-বাঁহাতি ব্যাটারের সমন্বয় করতেই শান্তকে সুযোগ দিতে পারছেন না। জাতীয় দলের অধিনায়ক শান্ত দলের প্রয়োজনকেই সম্মান দেখাচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল ব প এল প রথম
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে