বিএনপির সাতক্ষীরা জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে জেলায় বিএনপির ৮০৭টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিএনপির দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু জাহিদ। তিনি বলেন, বিলুপ্তঘোষিত কমিটিগুলো নতুন করে গঠন করে আগামী তিন মাসের মধ্যে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলায় তিনটি পৌরসভা ছাড়াও ৭৭টি ইউনিয়ন রয়েছে। সেই হিসাবে ৭৭টি ইউনিয়ন কমিটি, ৭৭ ইউনিয়নের প্রত্যেকটিতে নয়টি করে অর্থাৎ ৬৯৩ ওয়ার্ড কমিটি, তিনটি পৌর কমিটি, প্রত্যেকটি পৌরসভায় নয়টি করে অর্থাৎ ২৭টি ওয়ার্ড কমিটি ও সাতটি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি মিলিয়ে ৮০৭টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় নির্দেশিত হয়ে সাতক্ষীরা জেলার অন্তর্গত বিএনপির সব উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা ও পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নবগঠিত ছয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, মনিরুজ্জামান ও মো.

আক্তারুল ইসলামের সই রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র প রসভ উপজ ল

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ