নির্বাচনের দুই সপ্তাহ আগে জার্মানির বিভিন্ন শহরে আবার বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভকারী ব্যক্তিরা জার্মানির গণতান্ত্রিক দলগুলোকে ‘নব্যনাৎসি’ হিসেবে পরিচিতি পাওয়া জার্মানির জন্য বিকল্প (অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড) দলটিকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানান।

গতকাল শনিবার ছিল ছুটির দিন। আবহাওয়া ছিল রৌদ্রময়। এর মধ্যে জার্মানির বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জার্মানির ২১তম নির্বাচনে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

গতকাল সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিউনিখে। এখানকার বিক্ষোভে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।

মিউনিখের থেরেসিয়েন মাঠের এই বিক্ষোভের মূল সুর ছিল, ‘গণতন্ত্র চাই।’

আরও পড়ুনঅভিবাসন নীতি কঠোর করতে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ৩১ জানুয়ারি ২০২৫

বিক্ষোভের অন্যতম আয়োজক ছিল ‘গ্র্যান্ডমা এগেইনস্ট রাইটিস্ট’ নামের একটি সংগঠন। সহ–আয়োজক ‘মিউনিখ ইজ কালারফুল’। এই সংগঠনের সভাপতি মিকি ভেনগাটজ বলেন, ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের আচরণই নির্ধারণ করবে, অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড ক্ষমতার অংশীদার হবে কি না। ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন অন্যান্য দলের মতো অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড থেকে দূরে থাকবে কি না, তা দেখার বিষয়।

মিকি ভেনগাটজ মিউনিখের একজন সিটি কাউন্সিলর। তিনি সামাজিক গণতান্ত্রিক দলের একজন সদস্য।

হ্যানোভারে আয়োজিত বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নেন। পুলিশের একজন মুখপাত্রের তথ্যমতে, শহরের কেন্দ্রস্থল ক্রোপকে ও ওপারন স্কয়ারে মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন।

হ্যানোভারে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন হ্যানোভার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিপি আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’

ছোট পর্দা থেকে বড় পর্দা—দু’জায়গাতেই অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।  

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো অংশ প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখেও পড়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে ভাবনা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে নারীর সঙ্গে পুরুষের বিশ্বাসঘাতকতার একটি চিত্রায়ণ করেছেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

‘খুকুমণির’ বিয়ে

রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!

এ বিষয়ে আশনা হাবিব ভাবনা বলেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে। কিন্তু যে নারীকে সে আঘাত করেছে, তাকে রক্ষা করার জন্য আল্লাহ তা প্রকাশ করেন। প্রতিটি মিথ্যা, যা সে পেছনে বলেছে, নীরবে ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি, কান্নার প্রতিটি মুহূর্ত, অথচ পুরুষটি ভান করেছে সব ঠিক আছে। তবে আল্লাহ সব দেখেন, যা সে দেখতে পায় না।” 

কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। এমন তথ্য স্মরণ করে ভাবনা বলেন, “একজন পুরুষ ভাবেন, তার কর্ম ঢাকতে সে যথেষ্ট চতুর। কিন্তু কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সত্য প্রকাশ করেন না। বরং সেই নারীকে জীবনভর কষ্ট পাওয়া থেকে রক্ষা করার জন্য এটি করেন।” 

খানিকটা ব্যাখ্যা করে আশনা হাবিব ভাবনা বলেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়। কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয় বরং এটা উদ্ধার। আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।” 

তবে ভাবনা কেন এ ধরনের একটি পোস্ট নিজের ফেসবুকে দিয়েছেন, তার পেছনের কারণ জানা যায়নি। কিন্তু তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন নেটিজেনরা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ক্যানসার, ৩৬ অস্ত্রোপচার—গানে ফেরার গল্প শোনাবেন ‘বেজবাবা’
  • সিদ্ধিরগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার
  • পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যুর অভিযোগ
  • রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যা মামলায় একজন গ্রেপ্তার
  • বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাহীনতা: উন্নয়নের সবচেয়ে বড় বাধা
  • বেগম রোকেয়াকে নিয়ে রাবি শিক্ষকের মন্তব্য একাডেমিক নৈতিকতার লঙ্ঘন: আসক
  • কালো পতাকার মানুষ
  • ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এআই দিয়ে বানানো ছবি ছড়ানো হচ্ছে: কৃষ্ণ নন্দী
  • কাস্টমস কর্মকর্তাদের ভয় দেখাতে হামলা, নির্দেশদাতা এখনো পলাতক
  • ‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’