মুন্সীগঞ্জের চরাঞ্চলে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মিসভা
Published: 9th, February 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়নে দীর্ঘ ১৬ বছর পর সভা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চরডুমুরিয়া বাজারের ঈদগা মাঠে কর্মিসভা করে ইউনিয়ন বিএনপি।
সভায় নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে তারা ১৬ বছর ধরে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নসহ জেলার কোথাও সভা-সমাবেশ করতে পারেননি। এ কারণে শনিবারের সমাবেশে শত শত নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মী। তাদেরবাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গ্রাম থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর তাদের অন্য জায়গায় মানবেতর জীবনযাপন করতে হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন– মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিএনপি নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, কামালউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু