ইনজুরি থেকে ফিরেই ক্লাসেন ঝড়, বিশাল লক্ষ্য পেল পাকিস্তান
Published: 12th, February 2025 GMT
অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা ম্যাথিউ ব্রিটজকে এদিনও ভালো খেলেছেন। রান পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সঙ্গে ঝড় দেখিয়েছেন ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা হেনরিখ ক্লাসেন।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে তারা তিনজনই ৮০’র ওপরে রান করেছেন। তাদের ব্যাটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে বাভুমা ও ডি জর্জি ৮ ওভারে ৫১ রান যোগ করেন। জর্জি ২২ রান করে ফিরে যান। পরে বাভুমা ও ব্রিটজকে ১১৯ রানের জুটি গড়েন। বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন। ১৩টি চার মারেন তিনি।
ক্লাসেনের সঙ্গে ব্রিটজকের জুটি হয় ৬৮ রানের। ব্রিটজকে করেন ৮৪ বলে ৮৪ রান। তার ব্যাট থেকে ১০টি চার ও একটি ছক্কা আসে।
ক্লাসেন ৫৬ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১১টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে। এছাড়া কাইল ভারায়েনে ৩২ বলে ৪৪ রান করেন। করবিন বোচ ৯ বলে ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন। নাসিম শাহ ১০ ওভারে ৬৮ রান দিয়ে ১টি ও খুলদীল শাহ ৭ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।
আরো পড়ুন:
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর
তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’
ঢাকা/শিপন/রাজীব