চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তা হলেন– সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম, সারদা পুলিশ একাডেমির এসপি তানভীর সালেহীন ইমন এবং ডিএমপির বাড্ডা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

সিএমপির সাবেক কমিশনার সাইফুলকে মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকালে সিএমপির একটি দল তাঁকে চট্টগ্রাম নিয়ে যায়। ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহতের মামলায় সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.

আলমগীর হোসেনের আদালত এই আদেশ দেন।

মঙ্গলবার রাতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখার একটি দল। রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনার রাজন কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, ‘পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।’ তবে কোথা থেকে এবং কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া বলেন, সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

এদিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীরকে নিয়ে গেছে। কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে, তা ডিবি বলতে পারবে। 

‘অপারেশন ডেভিল হান্ট’

‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ধরা হয়েছে ১০৯৫ জনকে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এই সময়ে একটি বিদেশি পিস্তল, পুলিশের লুট হওয়া চায়না রাইফেল একটি, এলজি দুটি, ওয়ান শুটারগান চারটি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

গাজীপুরে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা কৃষক লীগের সহসভাপতি। নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৩ জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে রয়েছে জেলা পুলিশের তালিকাভুক্ত সুবর্ণচরের শীর্ষ সন্ত্রাসী বনদস্যু আবুল কালাম ওরফে সফি বাতাইন্না।

মঙ্গলবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুদ রানা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আরও সাতজন গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকা থেকে মেহেদী হাসান দিদার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। মানিকগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার পূর্বধলায় গ্রেপ্তার হয়েছে এক আওয়ামী লীগ নেতা। বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরায় হত্যা মামলায় আজমল উদ্দীন নামের এক আওয়ামী লীগ নেতাকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি)

উৎস: Samakal

কীওয়ার্ড: স এমপ গ র প ত র কর ছ গ র প ত র হয় ছ উপজ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ