মাদারীপুরের শিবচরে মেজর পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। চক্রটি স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে—এমন অভিযোগে হোতাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রটির হোতা ও শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার জাহাঙ্গীর শেখ (৩৫), একই এলাকার সীমান্ত মালো (২০) এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাওছার শিকদার (২১)। গতকাল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কয়েক মাস ধরে প্রতারক চক্রটি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দাদের মুঠোফোনে কল দিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। একপর্যায়ে তারা বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। ১০ ফেব্রুয়ারি শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার নামের এক নারীর মুঠোফোন নম্বরে প্রতারক চক্রের এক সদস্য কল করেন। ওই নারীকে তিনি সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বলেন, ‘হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে, সেটি সরকারি জায়গার ওপর পড়েছে। সেই দোকানের টিনের সঙ্গে লেগে সেনাবাহিনীর ব্যবহৃত একটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। তাই গ্লাস মেরামতের জন্য ৩ হাজার ৫০০ টাকা এখনই পাঠাতে হবে। নইলে আপনার সমস্যা হবে।’ ভয়ে ওই নারী দাবিকৃত টাকা ‘নগদে’ পাঠিয়ে দেন। এরপর চক্রটি ওই নারীকে একাধিকবার কল করে তিন দফায় মোট ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভুক্তভোগী ওই নারী শিবচর সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে জানান। সেনাবাহিনীর পরামর্শে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানার পুলিশ চক্রটি ধরতে অভিযান শুরু করে। গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের হোতা জাহাঙ্গীর শেখসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, চক্রটি এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন সড়কের পাশের বাড়ি, দোকানসহ অন্য স্থাপনা দেখত। পরে মালিককে মেজর পরিচয়ে ফোন করে ভয় দেখিয়ে অর্থ দাবি করত।

পুলিশ কর্মকর্তা আজমীর হোসেন বলেন, ‘যৌথ বাহিনীর সহায়তায় ও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অবশেষে চক্রের হোতাসহ তিনজনকে ধরতে সক্ষম হয়েছি। এই চক্রের অন্যদের ধরতে অভিযান চলছে। চক্রের হোতা আমাদের কাছে ও আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ বচর

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ