চলচ্চিত্র নির্মাণকে বিকেন্দ্রীকরণ এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে ‘চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা’। দেশের আটটি বিভাগে আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করবেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আটজন তরুণ নির্মাতা।

আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার ঢাকা বিভাগীয় পর্ব শুরু হয়েছে। ঢাকা বিভাগে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।

আরও পড়ুনসারা দেশ থেকে নির্মাতা তুলে আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ২৪ নভেম্বর ২০২৪

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপস্থিত ছিলেন কর্মশালার কারিগরি কমিটির সদস্য তানিম নূর ও সুমন রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মো.

ইকরামুল ইসলাম ও স্টেজ ম্যানেজার ফজলে রাব্বি সুকর্ণ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের নানা দিক, যেমন গল্প বলা, চিত্রায়ণ, প্রযোজনা, সম্পাদনা, চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র ন র ম ব ষয়ক

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ