‘বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়’—বললেন ডি ভিলিয়ার্স
Published: 16th, February 2025 GMT
‘বাংলাদেশের ভক্তরা শুনলে রাগ করতে পারেন, কিন্তু তারা সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়।’
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সেটাই বলেছেন তিনি। নাজমুলের কথা শুনে যাঁদের প্রত্যাশা একটু বেড়ে গিয়েছিল, তাঁদের আসলেই ‘আশাহত’ করতে পারে এবি ডি ভিলিয়ার্সের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা মনে করেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও যেতে পারবে না!
নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’–এ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর শক্তি–দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি। সেখানে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও, যদিও সমর্থকদের জন্য খুব আশার কথা শোনাননি তিনি। এ জন্যই এবিডি ভিলিয়ার্সের শঙ্কা— তাঁর কথা শুনে রাগও করতে পারেন বাংলাদেশের সমর্থকেরা।
সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।এবি ডি ভিলিয়ার্সচ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।’
এবি ডি ভিলিয়ার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু