সেই নির্মাতাকে বিয়ে করছেন মেহজাবীন চৌধুরী!
Published: 17th, February 2025 GMT
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন চাউর হয়েছে। এবার চুপিসারে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, সেই বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।
আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়েহলুদ। পরের দিন একই ভেন্যুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কাছের মানুষদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়ে মেহজাবীনের মন্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন উড়ছে। অসংখ্যবার প্রেম ও বিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মেহজাবীন ও রাজীব।
আরো পড়ুন:
মেহজাবীন-পরীমণির পর বাধার মুখে অপু
কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীনের সিনেমা?
এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, “মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।” তবে প্রেম ও বিয়ে প্রসঙ্গে এড়িয়ে যান তিনি।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবীন। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের জাত চেনান। অভিনয় করেছেন সিনেমাতেও।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক চলচ চ ত র ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//