রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে স্কুল পরিভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে বই পড়া প্রতিযোগিতা। কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্প থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরাদের বই ও শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। শুধু এমন প্রতিযোগিতার জন্য নয়, জানতে হলে পড়তে হবে বই। এ আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়াবে।
প্রতিযোগিতায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আহসান হাবীব, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ মুশতার, আনিছুর রহমান প্রমুখ।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে
উৎসবমুখর প্রতিযোগিতা
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে।
আলোচনা করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ শিক্ষক রেজাউল করিম, শিক্ষক ওলিউল আজম তৈমুর প্রমুখ। পুরো আয়োজনের সমন্বয় করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বই পড়া প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। নিয়মিত এ আয়োজন করার প্রত্যাশা করেন।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল