বইমেলায় অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’
Published: 18th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’। বইটি প্রকাশ করেছে আল হামরা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই।
অপূর্ব খন্দকার বলেন, ‘‘ইট পাথরের এই ধূসর শহরে নিজের একমাত্র শান্তির জায়গা নিজের বাসগৃহ। নিজের এই শান্তির জায়গাটুকু আরামদায়ক, রুচিশীল ও আনন্দময় করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সৃষ্টির সেরা প্রতিটি মানুষের মধ্যেই আছে সৃষ্টিশীলতা। সেই সৃষ্টিশীলতা ও রুচিবোধ কাজে লাগিয়ে আপনার নিজের পছন্দের স্পেসটুকু সাজিয়ে গুছিয়ে রাখার নির্দেশনা রেখেছি আমার অভিজ্ঞতার আলোকে। এখানে আমি চেষ্টা করেছি ইন্টেরিয়র ডিজাইন ও ডিজাইনারদের নিয়ে আমাদের মধ্যবিত্ত সমাজের যে ধ্যানধারণা আছে তারও কিছুটা পরিবর্তন ঘটাতে।’’
লেখক আরও বলেন, ‘‘আপনার অন্দর সজ্জা ও ইন্টেরিয়র প্ল্যানিংএ বইটি কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’’
আরো পড়ুন:
বিশ্ব সাহিত্যের ম্যাপিংয়ে বাংলা সাহিত্যের অবস্থান দৃশ্যত তৈরি হয়নি: মোজাফ্ফর হোসেন
কবি গালিব রিমান্ডে, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি চান বিশিষ্টজনেরা
বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট